শরীরচর্চার নামে নোংরামি! জিমে শ্রাবন্তীর ‘নোংরামি’ দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ওজন বেড়ে যাওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে চূড়ান্ত সমালোচিত হচ্ছিলেন টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। তবে বিগত কিছুদিন ধরে তাকে শরীর চর্চার (Srabanti Chatterjee Work Out At Jim) কাজে মনোনিবেশ করতে দেখা যাচ্ছে। এখন দিনের অনেকটা সময় জিমেই কাটাচ্ছেন শ্রাবন্তী। আগের মত ছিপছিপে শরীর পাওয়ার জন্য কঠিন পরিশ্রমও করছেন তিনি। তবে জিমে থেকে ‘মজা’ করতে গিয়েই বাঁধলো বিপত্তি।

শরীর নির্মেদ রাখার জন্য আপাতত জিমে গিয়ে প্রতিদিন ঘাম ঝরাচ্ছেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়াতে তিনি শারীরিক কসরতের নানা ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন। কিছুদিন আগে তিনি জিম থেকে নানা পোজে ছবি পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রাম ওয়ালে। তার সঙ্গে ক্যাপশনে লেখেন ‘চলো মজা শুরু করি’। তার এই পোস্টে বসার ভঙ্গি দেখে ফের ট্রোলিং শুরু হয়ে যায়।

srabanti cahtterjeeশ্রাবন্তীর বসার ভঙ্গি দেখে তাকে কটাক্ষ করতে শুরু করেছেন অনেকে। সেই সঙ্গে তার উদ্দেশ্যে নেটিজেনরা প্রশ্ন করছেন, “চুল ব্লো ড্রাই করে ঠোঁটে লিপস্টিক দিয়ে কে জিমে আসে? মনে হয় আপনি আদেও শরীরচর্চা করেননি। শুধু ছবি তোলার জন্য পোজ দিয়েছেন।” কেউ লিখছেন, “তোমার সঙ্গে আমরাও মজা করতে চাই”। এমনই সব বাঁকা মন্তব্যে ভরে উঠছে শ্রাবন্তীর কমেন্ট বক্স।

শ্রাবন্তী যে ছবিগুলো শেয়ার করেছেন তাতে তাকে কিছু ছবিতে যোগাসনের ভঙ্গিতে দেখা গিয়েছিল। তবে সেই ছবিগুলির মধ্যে ‘যৌন ইঙ্গিত’ খুঁজে পাচ্ছেন অনেকেই। তাই তাদের নজরে শ্রাবন্তীর এই পোস্টগুলো ‘কুরুচিকর’ ঠেকেছে। যে কারণে তারা অভিনেত্রীর সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন শ্রাবন্তী ‘সেক্স পজিশন’-এ বসেছেন। তার তুমুল সমালোচনা হচ্ছে কমেন্ট বক্স জুড়ে।

উল্লেখ্য কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রাবন্তী চ্যাটার্জী, প্রসেনজিৎ চ্যাটার্জী অভিনীত ছবি ‘কাবেরী অন্তর্ধান’। এই ছবির জন্য দারুণ প্রশংসা পাচ্ছিলেন শ্রাবন্তী। সমালোচকরাও তার প্রশংসায় ভরিয়ে তুলছিলেন। কিন্তু এরকম একটি পোস্ট ভাইরাল হওয়ার পর থেকে আবার নেটপাড়া থেকে কটাক্ষ শুনতে হচ্ছে তাকে। যদিও এসব কথা আর কোনও জবাব দেননি অভিনেত্রী।

srabanti chatterjee 1

ট্রোলারদের উদ্দেশ্যে শ্রাবন্তী বরাবর বলে এসেছেন, “যাঁরা সমালোচনা করেন, তাঁদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত। তারপর অন্যকে জাজ করুক। আজকাল মানুষ অতিরিক্ত জাজমেন্টাল হয়ে গিয়েছে। ট্রোল নিয়ে আমি ভাবি না, পাত্তা দিই না। যে খোলামেলা পোশাক পরে স্বচ্ছন্দ তার অন্যদের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। কারণ অনেকের হয়তো তাঁকে দেখে ভালো লাগছে। আমাদের হাতের পাঁচটা আঙুল তো আর সমান নয়।”