ফের খবরের শিরোনাম উঠে এলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। শুক্রবার সকাল সকাল সৌরভ গাঙ্গুলীর পরিবারকে নিয়ে প্রকাশ্যে এল খুবই খারাপ খবর। গাঙ্গুলী পরিবারের উপর নেমে এসেছে ভয়ানক বিপদের ছায়া। যে বিপদের খবর জানার পর থেকেই সৌরভ গাঙ্গুলী ও তার পরিবারকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে সাধারণের মনে। ঠিক কী হয়েছে সৌরভের?
কী অঘটন ঘটেছে সৌরভের পরিবারে?
আসলে সৌরভ নন, উদ্বেগের খবরটি মিলেছে সৌরভ গাঙ্গুলীর মা নিরূপা দেবীকে নিয়ে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। যে কারণে তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। হাসপাতালেই এখন চিকিৎসাধীন রয়েছেন সৌরভ গাঙ্গুলীর মা। আর এই খবর জানার পর থেকে তার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে সাধারণের মনে। ঠিক কী হয়েছে নিরূপা দেবীর?
কী হয়েছে নিরূপা দেবীর?
সংবাদমাধ্যম সূত্রে খবর সৌরভের মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কয়েক বছর আগে সৌরভ নিজেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় এই খবরে তোলপাড় হয়েছিল গোটা বাংলা। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ শরীরে বাড়ি ফিরেছিলেন সৌরভ। আর এখন তার মা সে একই রোগে আক্রান্ত হলেন।
সূত্রের খবর গত ১ লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বুকে সমস্যা দেখা দেয় নিরূপা দেবীর। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর তড়িঘড়ি তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে। তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গিয়েছে। সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর ডোনা গাঙ্গুলী নিজে এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর বউ ‘নাচুনি’! কটাক্ষের পাল্টা জবাবে ধুয়ে দিলেন ডোনা গাঙ্গুলী
আরও পড়ুন : মেয়ের বিরুদ্ধে চরম ক্ষোভ, একমাত্র মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় সৌরভ গাঙ্গুলী
এখন কেমন আছেন নিরুপা দেবী?
চিকিৎসকরা জানাচ্ছেন ২৪ ঘন্টা নিরূপা দেবীকে তারা পর্যবেক্ষণে রেখেছেন। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে তার বুকে স্টেন্ট বসানো হতে পারে। সেক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন পড়বে। উল্লেখ্য, ২০২১ সালে ব্যায়াম করার সময় সৌরভ নিজেও বুকে একই সমস্যা অনুভব করেন। প্রাথমিক চিকিৎসার পর তারও অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল।