বেতন বাবার থেকেও বেশি! সৌরভ গাঙ্গুলীর মেয়ে কী কাজ করছেন এখন?

মাত্র ২২ বছর বয়সেই কোটি কোটি টাকা রোজগার! বাবার থেকেও বেশি টাকা উপার্জন করছেন সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) কন্যা সানা গাঙ্গুলী (Sana Ganguly)। সৌরভ গাঙ্গুলীর কন্যা এখন কোথায়, কী করেন জানেন? তার উপার্জন শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও।

মেয়েকে ক্রিকেটার হিসেবে দেখতে চেয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। অন্যদিকে ডোনাও চেয়েছিলেন মেয়েকে তার মত নাচের জগতে আনতে। কিন্তু ক্রিকেট বা নাচ কোনওটাই তেমন টানতে পারেনি সানাকে। তারকা বাবা এবং মায়ের পথ অনুসরণ করা নয়, ছোট থেকেই মেধাবী সানা পড়াশোনা করে আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন। চাকরি করছেন বিদেশের এক নামী কর্পোরেট সংস্থায়। দুহাতে উপার্জন করছেন কোটি কোটি টাকা।

Sana Ganguly

কলকাতার লরেটো হাউস স্কুল থেকে পড়াশোনা করে সানা উচ্চশিক্ষা নেওয়ার জন্য কয়েক বছর আগেই পাড়ি দিয়েছিলেন লন্ডনে। উচ্চমাধ্যমিকে তিনি পেয়েছিলেন ৯৮ শতাংশ নম্বর। লন্ডন ইউনিভারসিটি থেকে তিনি গ্রাজুয়েশন করেন অর্থনীতির উপর। তারপর যোগদান করেন কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে। PWC, Deloitte এর মত বেশ কিছু বিদেশী কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন তিনি। ইন্টার্নশিপ চলাকালীনই মাসে তার বেতন ছিল কয়েক লক্ষ টাকা।

আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর কাছে নাচ শিখতে চান? ডোনার নাচের স্কুলের বেতন কত জানেন?

Sana Ganguly

আরও পড়ুন : উচ্ছের রস দিয়ে দিনের শুরু! যৌবন ধরে রাখতে রোজ কী কী খান সৌরভ গাঙ্গুলী?

মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইন্টার্ন হয়ে কাজ করেই বছরে ২০ থেকে ৩০ লক্ষ টাকা উপার্জন করে ফেলেছেন সানা গাঙ্গুলী। এখন তিনি লন্ডনের Innoverv নামের একটি সংস্থার উচ্চপদস্থ কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গ্রীষ্মকালীন স্কুল প্রোগ্রামের দায়িত্বে ছিলেন তিনি। অর্থনৈতিক বিশ্লেষণ এবং বিনিয়োগ ব্যবস্থার উপর CFA সার্টিফিকেট রয়েছে তার। তিনি মর্গ্যান স্ট্যানলি কোম্পানিতে ওয়েল্থ ম্যানেজমেন্ট এনালিস্ট হিসেবেও কাজ করেছেন। বর্তমানে কর্মসূত্রে বিদেশেই কাটছে তার দিন। তবে মাঝেমধ্যে তিনি বাবা-মায়ের কাছেও আসেন ছুটি কাটাতে।