কলকাতার বুকেই আস্ত রাজপ্রাসাদ, সৌরভ গাঙ্গুলীর বাড়ির অন্দর মহল দেখলে ধাঁধিয়ে যাবে চোখ

বাঙালির দাদা (Dada) মানে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের প্রাক্তন অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বেই ভারত প্রথম বিদেশের মাঠে জয় পেয়েছিল। ভারতীয় দলকে নতুন দিশা দেখিয়ে ছিলেন। তিনি যেমন ছিলেন অধিনায়ক ঠিক তেমনি ছিলে একজন দুধর্ষ ব্যাটসম্যান। তার খেলার প্রশংসা আজও করা হয়। তিনি হলেন বাংলার গর্ব। তাই তাকে নিয়ে আজও উৎসাহ কমেনি বাঙালির।

আজ তিনি শুধু একজন প্রাক্তন ক্রিকেটার নয়, বরং সঞ্চালক বটে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। আর সেই সুবাদে নিজের আরও একটি পরিচয় তৈরি করেছেন। তবে এখানেই শেষ নয়, খুব শীঘ্রই তার বায়োপিক (Biopic) নির্মিত হতে চলেছে। যেখানে তার প্রাক্তন অধিনায়কের ভূমিকায় দেখা যাবে এক জনপ্রিয় বলিউড অভিনেতাকে।

SOURAV GANGULY HOUSE

তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে খুব প্রিয় তার পৈতৃক বাড়ি। এতো সাফল্যের পরেও তিনি এই বাড়ি ছেড়ে যাননি। নিজের ছোটবেলাটাও এই বাড়িতেই কাটিয়েছেন তিনি। তাই নিজের পরিবারের সকল সদস্যের নিয়ে এই বাড়িতেই থাকেন তিনি। কিন্তু অনেকেই হয়তো জানেন না তার এই বাড়ির অন্দরমহলে কী রয়েছে?

প্রায় সাড়ে ছয় দশক ধরে গঙ্গোপাধ্যায় পরিবার এই বাড়িতেই থাকে। এখানে রয়েছে সুবিশাল বারান্দা, ভিন্টেজ ইন্টেরিয়র। রাজকীয় এই বাড়িতে প্রাচীনত্বের সঙ্গে রয়েছে আধুনিকতার মিশেল। এই বাড়ির লিভিং‌‌ এড়িয়াতে বসেই পরিবারের সদস্যরা সময় কাটান।

SOURAV GANGULY HOUSE

বাড়ির মধ্যে সৌরভের সবচেয়ে প্রিয় জায়গা হল বাগান আর তার সোফা, এই সোফায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতেই দিন শুরু করেন তিনি। চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজেও চোখ বুলিয়ে নেন তিনি। জীবনের প্রায় ৪৪ বছর এই বাড়িতেই কাটিয়েছেন দাদা। তাই এখনও এখানে প্রবেশ করলে শান্তি অনুভব করেন তিনি।

SANA SOURAV AND DONA

এই বাড়িতে থাকাকালীন প্রেমেও পরেছিলেন দাদা। যার প্রেমে পরেছিলেন তিনিই আজ তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তাই জীবনের প্রথম প্রেম হোক বা হারিয়ে যাওয়া ছেলে বেলার স্মৃতি, সব কিছুই রয়ে গিয়েছে মহারাজার এই সুবিশাল রাজপ্রসাদে।