টাকার জন্য মেয়েকে ক্রিকেটার করতে পারেননি! দাদাগিরিতে আফসোস সৌরভ গাঙ্গুলীর

শনিবার দাদাগিরিতে (Dadagiri) সেলিব্রেটি স্পেশাল এপিসোড ছিল। এদিন দাদার মঞ্চে উপস্থিত ছিলেন সেলিব্রেটি সব গায়ক এবং গায়িকারা। সেখানে গানের পাশাপাশি উঠে আসে ক্রিকেটের (Cricket) প্রসঙ্গও। বর্তমানে মহিলা ক্রিকেটারদের সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলতে গিয়ে কার্যত নিজের মেয়ে সানা গাঙ্গুলীকে (Sana Ganguly) নিয়ে আফসোস ঝরে পড়ল সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) গলায়। মেয়েকে ক্রিকেটার না করতে পেরে আফসোস হচ্ছে বাংলার মহারাজের!

সৌরভ গাঙ্গুলী এবং ডোনা গাঙ্গুলীর একমাত্র মেয়ে সানা। লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন সেখানেই একটি কোম্পানির হাত ধরে চাকরি জীবনে প্রবেশ করেছে সে। বছরে কয়েক লক্ষ টাকার প্যাকেজের বেতন পান সানা। মেয়ের কাজে গর্বিত হলেও সানাকে ক্রিকেটার বানানোর স্বপ্ন পূরণ হয়নি সৌরভের। কেন? সম্প্রতি সেটাই তিনি জানিয়েছেন দাদাগিরিতে।

SOURAV AND SANA GANGULY

দাদাগিরিতে এদিন গায়িকা অন্তরা মিত্র ক্রিকেটের প্রতি তার ভালোবাসার কথা জানান। তিনি জানিয়েছেন তার বাড়ি মছলন্দপুরে। সেখানেই তিনি বড় হয়েছেন, স্কুলে পড়েছেন। মছলন্দপুরের ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ে তাদের ব্যাচের মেয়েরা ক্রিকেট পাগল ছিলেন। নিজের চাঁদা তুলে কিনেছিলেন ক্রিকেট কিট। রোজ ক্রিকেট খেলতেন তারা।

অন্তরা জানান যেহেতু তাদের কোনও ট্রেনিং ছিল না, তাই তারা চোট পেতেন। তবে খেলা ছাড়েননি। এটা শুনে সৌরভ খুশি হয়ে অন্তরাকে প্রশ্ন করেন, “এখন টিভিতে মহিলাদের ক্রিকেট দেখতে ভালো লাগে?” উত্তরে অন্তরা বলেন, “অবিশ্বাস্য লাগে”। এরপরই সৌরভ তার আক্ষেপ তুলে ধরেন।

SANA GANGULY AND SAURAV GANGULY

সৌরভ বলেন, ‘‘সানা যখন ছোট ছিল তখন যদি এত সুযোগ থাকত মেয়েদের ক্রিকেটে আমি ওকে ক্রিকেট খেলতে দিতাম। শেষ ৩ বছরে মহিলাদের ক্রিকেট খুব উন্নতি করেছে। ওদের পে স্কেল এখন ছেলেদের মতই। বিরাট কোহলি যা টেস্ট ম্যাচে পয়সা পায়, স্মৃতি মন্ধনাও তাই পায়। আমি তো সানাকে বলি, তুমি ভুল সময়ে জন্মেছ। এখন হলে তোমাকে আমি ক্রিকেট খেলতে পাঠাতাম।’’

আরও পড়ুন : দাদাগিরি থেকে কত টাকা পান সৌরভ গাঙ্গুলী? কত টাকার মালিক দাদা?

SANA GANGULY AND SAURAV GANGULY

আরও পড়ুন : বিশ্বসেরা কোম্পানিতে চাকরি পেল সৌরভ গাঙ্গুলীর মেয়ে, বেতন শুনলে ঘুরে যাবে মাথা

সানা লন্ডনের ইউসিএলে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছেন। এখন তিনি একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ইনোভারভিতে কাজ করছেন। মা ডোনা গাঙ্গুলীর থেকে নাচ শিখে বেশ কিছু অনুষ্ঠান করেছেন সানা। কিন্তু মেয়েকে ক্রিকেট শেখাতে না পারার আফসোস মনের মধ্যে জমে রয়েছে সৌরভের। এদিন তারই বহিঃপ্রকাশ হল দাদাগিরিতে।