৩০ মিনিট মুখ দেখিয়ে ১২৫ কোটি টাকা! জি বাংলা ছেড়ে স্টার জলসায় সৌরভ গাঙ্গুলি

জি বাংলা অতীত! জি বাংলার দাদাগিরির সঙ্গে সব সম্পর্ক শেষ করলেন সৌরভ গাঙ্গুলী। এবার তাকে দেখা যাবে স্টার জলসায়। তাও আবার একটি নয়, দু-দুটি নতুন নতুন রিয়েলিটি শো নিয়ে স্টার জলসাতে পা রাখছেন সৌরভ গাঙ্গুলী। বিগত বেশ কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, তাতেই এবার সিলমোহর দিলেন খোদ সৌরভও। জি বাংলার দাদাগিরি আর নয়, এবার সৌরভ গাঙ্গুলীকে দেখবেন স্টার জলসাতে।

স্টার জলসায় নতুন শো নিয়ে আসছেন সৌরভ গাঙ্গুলী

বিগত বেশ কয়েক বছর ধরে সৌরভ গাঙ্গুলীকে পাওয়া গিয়েছে জি বাংলার দাদাগিরিতে। বছরের পর বছর নতুন নতুন সিজন নিয়ে সৌরভ হাজির হয়েছেন জি বাংলায়। তবে জি বাংলার সঙ্গে তার সম্পর্ক এবার ভাঙবে। এবার সৌরভ দাদাগিরি দেখাবেন স্টার জলসায়। স্টার জলসাতে আসছে বিগ বস এবং আরেকটি নতুন শো। দুটোতেই সৌরভ থাকবেন সঞ্চালনায়।

Sourav Ganguly

চুক্তি হলো মোটা টাকার

স্টার জলসার এই দু-দুটি নতুন কাজের জন্য সৌরভ গাঙ্গুলী নাকি ১২৫ কোটি টাকা নিচ্ছেন। সালমান খানের বিগ বসের আদলে এবার বাংলাতেও আসছে বিগ বস। তবে এই বছর নয়, ২০২৬ সালের জুলাই মাস থেকে স্টার জলসাতে দেখবেন সৌরভ গাঙ্গুলীর এই দুটি নতুন শো। সৌরভ এই প্রসঙ্গে বলেছেন তাকে নতুন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তিনিও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। নতুন কিছু করার নেশাতেই তিনি নতুন চ্যানেলে নতুন রূপে ফিরছেন।

আরও পড়ুন : বেতন বাবার থেকেও বেশি! সৌরভ গাঙ্গুলীর মেয়ে কী কাজ করছেন এখন?

Sourav Ganguly

আরও পড়ুন : সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে থাকবেন কোন অভিনেত্রী?

সৌরভ বলেছেন, “আমায় কাজ টানে। কাজ করলে তো উপার্জন হবেই। তবে শুধুই উপার্জন আমার লক্ষ্য নয়। একটা উদাহরণ দিই। দর্শক ‘দাদাগিরি’ দেখতে ভালবাসেন। আমায় ভালবাসেন। আমায় দেখতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাঁরা টেলিভিশনে চোখ রাখেন। এটা কম পাওনা নয়! আমার সঞ্চালনায় একটা অনুষ্ঠান রেটিং চার্টে ভালো ফল করে। যা দেখে পরিচালক, দলের বাকিদের মুখ আনন্দে ঝলমলিয়ে ওঠে। এ সব যখন দেখি, পারিশ্রমিকের কথা মনেই থাকে না।”