Sourav Ganguly Daughter Sana Ganguly : ফের একবার লন্ডনের মাটিতে উজ্জ্বল হল সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) -র নাম। তবে এবার আর তিনি নিজে নন, পরিবারের মুখ উজ্জ্বল করেছে তার মেয়ে সানা গাঙ্গুলী (Sana Ganguly)। সৌরভ গাঙ্গুলীর মেয়ে এতদিন লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি (Londan Global University) -তে পড়াশোনা করছিলেন। সদ্য তার পড়াশোনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হল। লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক হলেন সানা। মেয়ের সাফল্যে গর্বিত বাবা-মা।
কয়েক বছর আগে সানাকে লন্ডনে রেখে এসে কার্যত মনে মনে বেশ ভেঙ্গে পড়েছিলেন সৌরভ। কিন্তু দেখতে দেখতে লন্ডনে সানার পড়াশোনা শেষ হয়ে এল। এখন অবশ্য লন্ডন সৌরভ গাঙ্গুলী, ডোনা গাঙ্গুলী এবং সানার কাছে দ্বিতীয় বাড়ির মত হয়ে গিয়েছে। সৌরভ ও ডোনা সময় সুযোগ পেলেই লন্ডনে চলে যান ছুটি কাটানোর জন্য। আর মেয়ের এই সাফল্য উদযাপন করার জন্য ইতিমধ্যেই লন্ডনে পাড়ি দিয়েছেন সৌরভ-ডোনা।
তিন সপ্তাহের জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। এই কটা দিন তিনি মেয়ের সঙ্গেই থাকতে চান। আগামী ২৩ কিংবা ২৪ শে সেপ্টেম্বর কলকাতায় ফিরে আসতে পারেন সৌরভ। তার আগে ৬ ই সেপ্টেম্বর সানার বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনুষ্ঠান আয়োজিত হবে। সেই মুহূর্তে মেয়ের সঙ্গেই থাকতে চান সৌরভ গাঙ্গুলী। তার স্ত্রী ডোনা কয়েকদিন আগেই ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন।
যদিও শোনা যাচ্ছে সানা স্নাতক হলেও এখনই কলকাতাতে ফিরবেন না। তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনেই থেকে যেতে চান। সামনেই দুর্গাপুজো। দুর্গাপূজায় অবশ্য কলকাতাতে আসতে পারেন তিনি। আপাতত সানার কনভোকেশনের পর সৌরভ সপরিবারে ইংল্যান্ডে কিছুদিন ছুটি কাটাতে চান। কারণ এই ছুটি কাটিয়ে ফিরে আসার পরই তার কাঁধে একের পর এক দায়িত্ব চাপবে।
আগামী ৩০ শে সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা হবে। সৌরভ গাঙ্গুলী সেই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা সেটাই দেখার। তবে বিশ্বকাপের সময় সৌরভ কলকাতাতেই থাকবেন বলে জানা যাচ্ছে। বিশ্বকাপে পাঁচটি ম্যাচ ইডেন গার্ডেনে আয়োজিত হবে। তার জন্য সিএবির তরফ থেকে সৌরভ গাঙ্গুলীকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের পাঁচটা ম্যাচ যাতে ঠিকভাবে আয়োজন করা হয় তা দেখার দায়িত্ব সৌরভের।
আরও পড়ুন : আসছে দাদাগিরি সিজন ১০, কবে কোন স্লটে আসবে সৌরভের শো জেনে নিন
ক্রিকেট পিচ থেকে টেলিভিশনের পর্দা, সামনে এখন সৌরভের কাঁধে অনেক দায়িত্ব। খুব শীঘ্রই আসছে দাদাগিরি সিজন ১০ (Dadagiri Season 10)। জি বাংলার এই গেম শোয়ের সঞ্চালক এবারেও সৌরভ। ইতিমধ্যেই দাদাগিরি সিজন ১০ এর লঞ্চিং প্রোমো প্রকাশ পেয়েছে। ‘‘বাঙালি রয়েল বেঙ্গল টাইগার, পেছনে দু পা পিছলেও সামনে ঝাঁপিয়ে পড়তে ভোলে না”, দাদাগিরির লঞ্চিং প্রোমোর এই ডায়লগ দর্শকদের খুবই পছন্দ হয়েছে।
আরও পড়ুন : জন্মদিনে বিশ্বের ‘সবথেকে দামি’ উপহার বউকে দিলেন সৌরভ, জানলে ঘুরে যাবে মাথা