মরক্কোর মডেল সাউন্ডোজ মউফিকির বর্তমানে ভারতের রিয়ালিটি শোয়ের অন্যতম বড় মুখ হয়ে দাঁড়িয়েছেন। খতরো কে খিলাড়ি ১৪ তে এই বিদেশি সুন্দরীকে দেখেছিলেন নেট নাগরিকরা। এছাড়া দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শোতেও সাড়া জাগিয়েছেন তিনি। স্প্লিটভিলাতেও তার উপস্থিতি নজরে পড়েছে। একবার অসাবধানতাবশত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পরে তার অন্তর্বাস। সেই নিয়ে আজও রীতিমত লজ্জায় ভোগেন অভিনেত্রী।
কী ঘটেছিল সাউন্ডোজের সঙ্গে?
সম্প্রতি একটি পডকাস্টে এসে ওয়ার্ডরোব ম্যাল ফাংশন নিয়ে মুখ খোলেন তিনি। শেয়ার করেন তার অতীতের একটি লজ্জাজনক ঘটনা। একবার পাপারাজ্জিদের সামনে হাঁটতে গিয়ে তার নিন্নাঙ্গের লাল রঙের অন্তর্বাস বেরিয়ে পড়েছিল। পরে সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি একবার একটি ইভেন্টে গিয়েছিলাম। সেখানে অনেক পাপারাৎজ্জিরা উপস্থিত ছিলেন। যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন আমার লাল অন্তর্বাস দেখা যাচ্ছিল। সেই মুহূর্তে আমাকে যদি কেউ বলত সঙ্গে সঙ্গে ঠিক করে নিতাম। পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেখলাম। তখন তো লজ্জা পাওয়া ছাড়া আর কোনও অপশন ছিল না।”
পূর্বে কাস্টিং কাউচের শিকার হন সাউন্ডোজ
ভারতে পা দিতেই নাকি কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল এই মরক্কোন সুন্দরীকে। একদল মানুষ ভেবেই নিয়েছিল বিদেশিনী বলে সাউন্ডোজ ‘কম্প্রোমাইজে’ রাজি হয়ে যাবেন। অডিশন দিতে গিয়ে একবার এরকম প্রস্তাবের মুখে তাকে পড়তে হয়। অভিনেত্রী বলেন, “একটি মেয়ে আমাকে কাস্ট করার জন্য ডেকে পাঠান। ওঁর ব্যবহারটা একটু অন্যরকম ছিল। আমি বলেছিলাম আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিতে। কিন্তু, আমাকে অডিশনের জন্য যেতে বাধ্য করেছিলেন। আমি পরিচালকের সঙ্গে কথা বলেছি। আমি ওঁর জীবন সম্বন্ধেও জানতে চেয়েছিলাম যাতে ফিল্মি দুনিয়ার জার্নি সম্পর্কে আমার প্রাথমিক কিছু ধারণা হয়।”
আরও পড়ুন : সময়-রণবীরের সঙ্গে বিতর্কে রেবেল কিডও! বড়সড় মাশুল দিতে হল অপূর্বা মুখিজাকে
View this post on Instagram
আরও পড়ুন : ঠোঁটে ঠোঁট, হাতে মদের গ্লাস নিয়ে নাচ! কাঞ্চনের সঙ্গে রোমান্সে ভাসলেন শ্রীময়ী, দিলেন ভিডিও
তার কথায়, “যেই মুহূর্তে বললাম আমি তো বিদেশি সঙ্গে সঙ্গে বললেন তাহলে তো কম্প্রোমইজ করতে রাজি? আমাদের প্রযোজক এমনই একজনের খোঁজে রয়েছেন। এটা শুনে আমি চমকে গিয়েছিলাম। মানুষ এত সহজে কী ভাবে এগুলো বলতে পারে! ওই সময়টা আমার কাছে খুবই অস্বস্তিকর ছিল।”