জি বাংলার মিঠাই সিরিয়াল খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা প্রচুর। শুধু এই বাংলাতে নয়, ওপার বাংলাতেও মিঠাইকে প্রচুর মানুষ ভালোবাসেন। সম্প্রতি জন্মদিন উপলক্ষে মা এবং বাবাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন সৌমিতৃষা। সেটা নিয়ে মন্তব্য করায় বাংলাদেশি এক মুসলমান ভক্তকে তিনি যে জবাব দিলেন সেটা মন জিতে নিল নেট নাগরিকদের।
বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে ঝাড়ু সেবা করতে দেখা গিয়েছে মিঠাই রানীকে। আবার কখনো শিবধামে গিয়ে শিবরাত্রি পালন করেছেন তিনি। তার এমন সংস্কারী রূপ দেখে নেট নাগরিকরা রীতিমত মুগ্ধ। সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে প্রশংসা। শুধু হিন্দুরা নয়, অভিনেত্রীর এমন ধর্মপ্রবণ মানসিকতা দেখে এক মুসলিম ধর্মাবলম্বী ভক্ত তাকে উদ্দেশ্য করে লিখলেন, আমি যদিও মুসলিম তবে আপনার খুব বড় ভক্ত। ঈশ্বরের প্রতি আপনার এমন ভক্তি, শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো। আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তিনি আপনার ও আপনার পরিবারে সকলকে খুব ভালো রাখেন। আমীন। বাংলাদেশ থেকে ভালোবাসা। কাকু কাকিমাকে আমার সালাম।”
সুদূর বাংলাদেশের ভক্তের এই কমেন্ট মিঠাই রানীর চোখ এড়ায়নি। তিনি সেই কমেন্টের পাল্টা লিখলেন, “আমিও আল্লাহর ভক্ত। আমার কানে যখনই আজানের শব্দ আসে আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালাইকুম সালাম।” চারিদিকে যখন ধর্ম নিয়ে অশান্ত পরিবেশ, তখন সোশ্যাল মিডিয়াতে এমন সম্প্রীতির বার্তা দিয়ে মিঠাই রানী আরও একবার ভক্তদের মন জয় করে নিলেন। সকলে তাকে সাধুবাদ জানাচ্ছেন।
আরও পড়ুন : আসছে তুই আমার হিরো! রইল জি বাংলার নতুন সিরিয়ালের ঝলক
View this post on Instagram
আরও পড়ুন : যিশুর শেষ চিহ্নটুকু মুছে ফেললেন নীলাঞ্জনা! নিলেন কঠিন সিদ্ধান্ত
সৌমিতৃষা শিবরাত্রি উপলক্ষে গত বুধবার বৃন্দাবনের একটি ধামে গিয়ে শিব পুজো করেছেন। পুজোর ডালা হাতে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলেন তিনি। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে লিখেছেন, ‘‘শুভ মহাশিবরাত্রি পালন পবিত্র ধামে। কী যে অনুভূতি বলে বোঝাতে পারব না! এখানেই কথা দিয়েছি আমি চার ধাম যাত্রা সম্পূর্ণ করব। হর হর মহাদেব!’’