বাস্তবে উচ্ছেবাবুর সঙ্গে কথাই বলে না মিঠাই? সত্যিটা জানিয়ে মুখ খুললেন সৌমিতৃষা

Soumitrisha Kundu And Adrit Roy : হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই বন্ধ হয়ে যাবে বাংলা সিরিয়ালপ্রেমীদের অতি পছন্দের ধারাবাহিক মিঠাই (Mithai)। এখন অন্তিম শুটিংয়ের পথে এগোচ্ছে গোটা সেট। মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) তো আগেই জানিয়ে দিয়েছিলেন ৩১শে মে ধারাবাহিকের শেষ শুটিং হবে। অর্থাৎ জুনের প্রথম সপ্তাহেই টিভি থেকে বিদায় নেবে মিঠাই পরিবার।

স্বভাবতই তাই এখন মন খুবই খারাপ মিঠাই সেটের সদস্য এবং দর্শকদের। মিঠাইয়ের জায়গাতে শুরু হবে নতুন সিরিয়াল ফুলকি। সৌমিতৃষা তার কোমরের চোটের কারণে ১০ থেকে ১২ দিন ছুটি নিয়েছিলেন। কিন্তু ধারাবাহিক আচমকা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাকে আবার সেটে ফিরতেই হয়েছে। ৩০ এবং ৩১ তারিখ তিনি শেষ শুটিং করবেন।

MITHAI

এতদিন মিঠাই সিরিয়ালটিকে নিয়ে যতটা চর্চা ছিল দর্শকদের মধ্যে, ঠিক ততখানি চর্চা হয়েছে সেটের সদস্যদেরকে নিয়ে। বিশেষ করে সিরিয়ালের নায়ক-নায়িকা সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায়ের সম্পর্ক নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে ভক্তদের মধ্যে। শোনা যায় যে আদৃত এবং সৌমিতৃষার মধ্যে সম্পর্কটা ভাল না।

একটা সময় অনস্ক্রিনে মিঠাই এবং উচ্ছেবাবুর কেমিস্ট্রি ছিল সুপারহিট। টানা ৫২ সপ্তাহ টপার হয়েছিল এই সিরিয়ালটি। কিন্তু সম্পর্ক যখন খারাপ হতে শুরু করে তখন অনস্ক্রিনেও তার প্রভাব পড়ে। সেই কারণেই ঘনিষ্ঠ দৃশ্যে একে অপরের সঙ্গে স্বাভাবিক হতে পারতেন না তারা। সম্প্রতি আদৃতর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

MITHAI

আনন্দবাজারের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন তিনি সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার পর প্রত্যেককে মিস করবেন। সেটের প্রত্যেকটা দেওয়ালকে মিস করবেন। সেই সঙ্গে উচ্ছেবাবুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে আনন্দবাজারের কাছে তিনি মুখ খোলেন। কারণ এখন শোনা যাচ্ছে নাকি আদৃত ও সৌমিতৃষার মধ্যে বাস্তবে কথা বলাবলিও বন্ধ হয়ে গিয়েছে।

MITHAI

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে কত নম্বর পেলেন মিঠাইয়ের ‘পিঙ্কি ভাবি’? চমকে দেবে তার ফলাফল

এই প্রসঙ্গে মিঠাই রানীর বক্তব্য, “চর্চা তো কখনও শেষ হওয়ার নয়। আমার বরং মনে হয় চর্চা যত হবে ততই ভাল। আমার জন্যেও, আদৃতের জন্যেও। আর আমরা ভাল বন্ধু ছিলাম আর থাকব”। উল্লেখ্য, মিঠাই বন্ধ হওয়ার পরেই ফুলকি ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। এই সিরিয়ালের নায়ক এবং নায়িকা হিসেবে রয়েছেন দিব্যানী মন্ডল ও অভিষেক বসু। ধারাবাহিকের পরিচালনা করবেন মিঠাইয়ের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস।

আরও পড়ুন : বাপ-বেটার যুগলবন্দী হিট, আদৃতের সঙ্গে গলা মিলিয়ে দুর্দান্ত গান গেয়ে শোনালো মিঠাইয়ের শাক্য