এই তো সবেমাত্র জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক সোহাগ জল (Sohag Jol)। হানি বাফনা এবং শ্বেতা ভট্টাচার্যের নতুন এই সিরিয়াল শুরু হওয়ার মুহূর্ত থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে। কিছুদিন আগেই সোহাগ জলের ডিরেক্টরের বিরুদ্ধে একজন মডেলকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। আর এই দফায় সোনার জলের সেটের দুই অভিনেত্রীর কলহ নিয়ে ফের একবার শোরগোল পড়ে গেল ইন্ডাস্ট্রিতে।
সংঘমিত্রা ভট্টাচার্য (Sanghamitra Bhattacharya) এবং পুষ্পিতা মুখোপাধ্যায় (Pushpita Mukherjee), বর্তমানে সোহাগ জল ধারাবাহিকে অভিনয় করছেন এই দুই অভিনেত্রী। দুজনের মধ্যে বিবাদের খবর তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সংঘমিত্রা পুষ্পিতার নামে অভিযোগ করেন তিনি নাকি তাকে তার মেকআপ রুম থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন পুষ্পিতা।
সংঘমিত্রার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুষ্পিতা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন আসল ঘটনাটা ঠিক কী ঘটেছিল। পুষ্পিতা জানিয়েছেন ইতিমধ্যেই তার ২ বার করোনা হয়ে গিয়েছে। তার ফুসফুসের অবস্থা এখন বেশ খারাপ। তাই কোনও কাজে হ্যাঁ বলার আগে তাকে প্রথমেই আলাদা মেকআপ রুমের কথা বলে নিতে হয়। সোহাগ জলের ক্ষেত্রেও তিনি সেটাই করেছিলেন।
পুষ্পিতা বলেন পারিশ্রমিক নিয়ে আলোচনা করার আগে মেকআপ রুম নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে তার হয়। সেই মত তিনি প্রযোজক সংস্থাকে আলাদা মেকআপ রুমের কথা বলে রেখেছিলেন। পুষ্পিতা বলেন সংঘমিত্রার সঙ্গে এই ব্যাপারে তার কোনও কথাই হয়নি। প্রযোজনা সংস্থার তরফ থেকেই এই প্রবীণ অভিনেত্রীর জন্য আলাদা মেকআপ রুমের বন্দোবস্ত করে দেওয়া হয়।
তাহলে সংঘমিত্রা কেন পুষ্পিতার বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন? এই প্রশ্নের উত্তরে পুষ্পিতা দাবি করেছেন শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য সংঘমিত্রা এমন ঘটনা ঘটিয়েছেন। আনন্দবাজার অনলাইনের কাছে এই বিষয়ে সাক্ষাৎকার দিতে দিতে কান্নায় ভেঙে পড়েন পুষ্পিতা। তিনি বলেন ২৮ বছর ধরে তিনি অভিনয় করছেন। তার বিরুদ্ধে কেউ এমন অভিযোগ তুলতে পারেনি কখনও। এই ঘটনা তাকে মনে মনে আঘাত দিয়েছে।
পুষ্পিতা আরও বলেছেন, তার বাবা ক্যান্সার আক্রান্ত। তার স্বামী থাকেন দিল্লিতে। তিনি তার ছোট ছেলেকে নিয়ে কলকাতাতে একা থাকেন। তার এখন সুস্থ থাকা খুবই জরুরী। সহঅভিনেত্রীর থেকে এমন অভিযোগে মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন তিনি।