গর্ভপাতের পর অঝোরে রক্ত পড়ছিল, তাও ছুটি দেয়নি একতা কাপুর, বিস্ফোরক স্মৃতি ইরানি

বলিউড তারকাদের মতো জনপ্রিয় টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকারাও। তাদের জনপ্রিয়তা এখনও কমেনি। বহু জনপ্রিয় ধারাবাহিক ছিল যাদের অভিনেত্রীদের আজও মনে রেখেছেন দর্শকরা। তাদের মধ্যেই একজন হলে স্মৃতি ইরানি (Smriti Irani)

‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) ধারাবাহিকে বিখ্যাত তুলশী চরিত্রে দেখা যেত তাকে। প্রায় ৮ বছর ধরে টেলিভিশনের পর্দায় এক টানা চলেছিল এই মেগা ধারাবাহিক। সেই সময় জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী স্মৃতি ইরানি।

SMRITI IRANI

যদিও বর্তমানে রাজনীতিতে যোগ দেওয়ার পর তিনি অভিনয় জগতে থেকে অনেকটাই দূরে সরে এসেছেন। কিন্তু দর্শক তাকে আজও তুলশী হিসেবেই মনে রেখেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের একটি খারাপ ঘটনা শেয়ার করেছেন তিনি।

একবার শ্যুটিং চলাকালীন অনিচ্ছাকৃত গর্ভপাত হয় স্মৃতির। যার ফলে তাড়াতাড়ি হাসপাতালে ছুটতে হয়েছিল স্মৃতিকে। সেই সময়ের একটি ঘটনা বলে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রযোজকের বিরুদ্ধে। যা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন।

SMRITI IRANI

স্মৃতি বলেছেন, “আমি জানতাম না আমি অন্তঃসত্ত্বা। শরীর খারাপ নিয়ে শ্যুটিং করি। কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করি। সে দিন বৃষ্টি পড়ছিল। আমি অটো ধরে হাসপাতালে পৌঁছলাম। ইতিমধ্যেই আমার রক্তপাত শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে এক নার্স আমার অটোগ্রাফ চেয়ে বসলেন। এর মধ্যেই অটোগ্রাফ দিলাম। বললাম, আমায় কি ভর্তি করবেন, মনে হয় গর্ভপাত হয়ে গিয়েছে।”

SMRITI IRANI

এরপর তিনি প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার অসুস্থতার কথা প্রযোজনা সংস্থাকে জানালে তারা কথা না বিশ্বাস করে জানায়, “কোনও অসুবিধা নেই, তুমি প্রয়োজনে একটু দেরি করে এসো, ২টোর মধ্যে এসো।” স্মৃতি জানান, “আসলে আমার কথা বিশ্বাসই করেনি। আমি ২টোতেই পৌঁছই। না হলে আমায় বার করে দেওয়া হত, প্রযোজকের এ সবে কিছু যায় আসে না। প্রমাণ হিসেবে নষ্ট হয়ে যাওয়া ভ্রূণ ওঁকে দেখানো উচিত ছিল!”