বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে ক্রমশ বিকিনির চল বাড়ছে। হালফিলে বিকিনি বিতর্কে শীর্ষে রয়েছেন বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’ ছবির জন্য তার গেরুয়া বিকিনি নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে। ‘বেশরম রং’ গানের কারণে দেশের একাধিক প্রান্তে দীপিকার ছবি বয়কটের হুমকিও দেওয়া হচ্ছে। তবে জানেন কি বলিউডের অন্দরে এমন ৬ সুন্দরী রয়েছেন যারা কখনও বিকিনি পরেননি (6 Bollywood Actresses Who Never Wear Bikini)। এক নজরে দেখে নিন তাদের তালিকা।
সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) : ছবির জন্য নায়িকাদের পোশাক কেমন হবে তারা নির্ধারণ করে দেন পরিচালক। তবে বলিউডের অন্দরে যে কয়েকজন মুষ্টিমেয় নায়িকা নিজেদের শর্ত রেখে বিকিনিতে ‘না’ বলেছেন তাদের মধ্যে সোনাক্ষীও আছেন। শত্রুঘ্ন সিনহার কন্যাকে আজ পর্যন্ত বিকিনিতে দেখা যায়নি কখনও।
বিদ্যা বালান (Vidya Balan) : বলিউডের এই সুন্দরীও কখনো বিকিনি পরেননি। হিন্দি সিনেমার অসংখ্য হিট ছবির নায়িকা তিনি। এমনকি ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে সাহসিকতার মাত্রা অতিক্রম করে গিয়েছিলেন তিনি। কিন্তু কখনও অনস্ক্রিন বা অফস্ক্রিনে বিকিনিতে দেখা যায়নি বিদ্যাকে।
তাবু (Tabu) : বলিউডে প্রবেশের আগেই তাবু সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কখনও বিকিনি পরবেন না। সেই মত নিজের অঙ্গীকার আজও রক্ষা করে চলছেন তিনি। আজ পর্যন্ত তাবুকে কখনও বিকিনি পোশাকে দেখা যায়নি। কোনও ছবির জন্যই নিজের সিদ্ধান্ত বদলাননি বলিউডের এই সুন্দরী।
রানী মুখার্জী (Rani Mukherjee) : বলিউড সুন্দরীদের মধ্যে রানীও এমনই একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ পর্যন্ত কোনও ছবিতে রানী মুখার্জির বিকিনি লুক পাওয়া যায়নি। বলিউডের নামী অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি কখনও নিজের এই সিদ্ধান্তের সঙ্গে আপোষ করেননি।
হুমা কুরেশি (Huma Qureshi) : বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন হুমা। এই প্রজন্মের বলিউড নায়িকাদের ছোট পোশাক কিংবা বিকিনিতে বাছবিচার নেই কোনও। তবে হুমা বলিউডে পা রাখার পর থেকে আজ পর্যন্ত কখনও বিকিনি পরেননি।
শেফালী শাহ (Shefali Shah) : বলিউড এবং টলিউড ছবির পরিচিত মুখ শেফালী দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। ছবি হোক কিংবা ওয়েব সিরিজ, আলাদা আলাদা ক্ষেত্রতে প্রতিবার নিজের অভিনয় প্রতিভার বিকাশ ঘটিয়ে চলেছেন তিনি। তবে অনস্ক্রিনে তাকেও কখনও বিকিনিতে দেখা যায়নি।