ঘোড়ায় চেপে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছেন সিদ্ধার্থ, ফাঁস হয়ে গেল বিয়ের Exclusive ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর এবার অবশেষে সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আদবানির (Kiara Advani) চার হাত এক হতে চলেছে। গোটা দেশের নজর রয়েছে এই দিকে। রাজস্থানের জলসালমিরে মহা ধুমধাম করে বিয়ের আয়োজন করেছেন তারা। সূর্যগড় প্যালেসে চলছে এই রাজকীয় বিয়ের আয়োজন। বিয়ে উপলক্ষে সূর্যগড় প্যালেসকেও রাজবাড়ির মত করে সাজানো হয়েছে।

বিয়ের দিন সকালেই ভাইরাল হয়ে গিয়েছিল প্যালেসের ছবি ‌শেষমেষ গায়ে হলুদের অনুষ্ঠানের কিছু ছবি এবং ভিডিও এল প্রকাশ্যে। সিদ্ধার্থ কিয়ারার গায়ে হলুদের জন্য হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছিল গোটা প্যালেস। তার কিছু ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে। কিছুক্ষণ পরেই ফাঁস হল সিদ্ধার্থর বারাতের ছবি।

SIDDHARTH KIARA MARRIAGE BARAAT

বারাত অর্থাৎ বরযাত্রী নিয়ে কিয়ারাকে বিয়ে করতে যাচ্ছেন সিদ্ধার্থ। সেই ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে সাদা ঘোড়া প্যালেসের মধ্যে ঢুকছে। লাইন দিয়ে ব্যান্ডপার্টির সদস্যদের আসতে দেখা যায়। তাদের হাতে রয়েছে বড় বড় ফুলের ছাতা। সকলের পরনে রয়েছে গোলাপি রঙের কুর্তা এবং সাদা পায়জামা। পায়ে রয়েছে নাগরাই জুতো এবং মাথায় পাগড়ি।

সিদ্ধার্ত এবং কিয়ারার বিয়ে উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সূর্যগড় প্যালেসের চারদিকে। বিয়ে শুরু হওয়ার আগে থেকেই বন্দুকধারী নিরাপত্তা রক্ষীরা টহল দিচ্ছেন। প্যালেসের ভিতরে কী হচ্ছে তা আগে থেকে বোঝা বেশ মুশকিল। তবে এরই মধ্যে এই ছবি এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে।

SIDDHARTH KIARA MARRIAGE BARAAT

আসলে এই এক্সক্লুসিভ বিয়ের কোনও দৃশ্য মিস করতে চাইছেন না ভক্তরা। সকলে মুখিয়ে আছেন তাদের বিয়ের ছবি এবং ভিডিও দেখবেন বলে। কিন্তু বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হওয়ার আগে সেসব ছবি এবং ভিডিও বাইরে ফাঁস হওয়ায় ঘোরতর নিষেধাজ্ঞা রয়েছে। তবে যে ছবিগুলি প্রকাশ্যে আসতে শুরু করেছে তা থেকে স্পষ্ট যে সিদ্ধার্থর বারাত প্রস্তুত হয়ে গিয়েছে। সন্ধ্যের মধ্যেই তারা ঢুকে পড়বেন প্যালেসে।

SIDDHARTH KIARA MARRIAGE BARAAT

৭ই ফেব্রুয়ারির সন্ধ্যাতে সিদ্ধার্থ এবং কিয়ারা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। এদিন সকাল থেকেই গান-বাজনার আয়োজন করা হয়েছিল। সোমবার ভোর রাত পর্যন্ত সংগীত অনুষ্ঠান চলেছে। বিয়ের দিন সকালেও গান-বাজনার আয়োজন ছিল। প্যালেসের বাইরে বড় বড় ডিজে সেটআপ রাখা হয়েছিল। দূর দূরান্ত পর্যন্ত সানাইয়ের সুর শোনা যাচ্ছিল।