কোথায় হবে রুবেল-শ্বেতার বউভাত? রিসেপশনের এক রাতের খরচ কত?

বিয়ে বাড়ি ভাড়া করতেই লেগেছে ২ লক্ষ টাকা! প্রকাশ্যে এলো রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্যের‌ (Shweta Bhattacharya) রিসেপশনের ভেন্যুর খবর। রিসেপশনের এক রাতের খরচ শুনলেই মাথা ঘুরবে।

আগামী ১৯ শে জানুয়ারি ধুমধাম করে বিয়ে সারবেন রুবেল এবং শ্বেতা। বিয়ের থেকেও রিসেপশনে থাকছে চমক। যশোর রোডের উপর বিটি কলেজের কাছে সৃষ্টি গার্ডেনে বসবে রুবেল ও শ্বেতার রিসেপশনের আসর। যেমন তেমন নয় সে বাড়ি। রীতিমত কলকাতার বড় বড় ব্যাঙ্কোয়েট হলকেও হার মানাবে এই অনুষ্ঠান বাড়ি।

Shweta Bhattacharya And Rubel Das

সৃষ্টি গার্ডেনের ভেতর রয়েছে দু-দুটি হল। ১০ হাজার স্কয়ার ফিটের উপর ‘সৃষ্টি ১’ এ রয়েছে লন এবং ব্যাঙ্কোয়েট। রাজস্থানী কায়দায় তৈরি হয়েছে এই হল। এই হলে লাইটিং এবং ফুলের সাজ মিলিয়ে খরচ হবে ৩ লক্ষ টাকা। ‘সৃষ্টি ২’ বুক করতে চাইলে দিতে হবে আরও ১ লক্ষ টাকা। ৬০০ থেকে ৬৫০ জন অতিথি আপ্যায়নের জন্য বেশ ভালই বন্দোবস্ত রয়েছে এই সৃষ্টি গার্ডেনে। হাতে আর খুব বেশিদিনও নেই। রুবেল এবং শ্বেতার বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে।

আরও পড়ুন : চুপিসারে বিয়ে করে নিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! বিয়ের ছবি দিতেই তোলপার নেটপাড়া

Shweta Bhattacharya And Rubel Das

আরও পড়ুন : ডিভোর্সের পরেও কেন স্বামীর পদবী ব্যবহার করেন জুন মালিয়া? তার আসল নাম কী?

বর্তমানে বিয়ের প্রস্তুতি এবং শুটিং দুটোই চলছে জোরকদমে। রুবেল এখন নিম ফুলের মধু সিরিয়ালে অভিনয় করছেন। আর শ্বেতা রয়েছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ -তে। শুটিংয়ের চাপ সামলেই বিয়ের তোড়জোড় করছেন তারা।