দাঁড়িয়ে গান শুনতেই খরচ হাজারের উপর! শ্রেয়া ঘোষালের কনসার্টের টিকিটের দাম কত?

বর্তমানে ভারতবর্ষের সেরা গায়িকাদের মধ্যে একজন শ্রেয়া ঘোষাল। শুধু সিনেমাতে প্লেব্যাক গাওয়া নয়, কনসার্টের ক্ষেত্রেও তার পারিশ্রমিক থাকে আকাশছোঁয়া। জনপ্রিয়তা যেহেতু বেশি, তাই শ্রেয়ার কনসার্টের টিকিটের দামও থাকে চড়া। সামনেই মুম্বাইতে গিয়ে কনসার্ট করবেন শ্রেয়া। তার জন্য অগ্রিম বুকিং এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। জানেন কি এখানে তার গান শুনতে শ্রোতাদের ঠিক কত টাকা খরচ হবে? বর্তমানে শ্রেয়া ঘোষালের কনসার্টের টিকিটের মূল্য কত? জেনে নিন এক নজরে।

শ্রেয়া ঘোষালের কনসার্টের টিকিট মূল্য কত?

আগামী ১০ই মে শ্রেয়া তার প্রাণের শহর, ভালোবাসার শহর মুম্বাইতে গান গাইবেন। তিনি এই কনসার্ট নিয়ে খুবই উত্তেজিত। মুম্বাই বিকেসিতে অল হার্টস ট্যুর করবেন তিনি। বুক মাই শোতে এখন থেকেই টিকিট বুকিং চলছে। এই অনুষ্ঠানে টিকিটের দাম শুরুই হচ্ছে ১১৯৯ টাকা থেকে। অর্থাৎ শুধুমাত্র দাঁড়িয়ে গান শুনতেই বারোশো টাকা খরচ করতে হবে মাথাপিছু। তাও আবার একেবারে পেছনে, জেনারেল স্ট্যান্ডিংয়ে। চমকে দেবে এই কনসার্টের সবথেকে দামি টিকিটের দাম।

 Shreya Ghoshal

হালফিলের প্রত্যেকটা কনসার্টের মত এই অনুষ্ঠানেও গোল্ড সিটিং, প্লাটিনাম সিটিং, ডায়মন্ড সিটিংসহ আরও তিনটে ক্যাটাগরি আছে। যার জন্য ৩৯৯৯, ৫৯৯৯ এবং ৯৯৯৯ টাকা লাগবে। এছাড়াও আরেকটি ক্যাটাগরি রয়েছে ফ্যানপিট। যেখানে স্টেজের একেবারে সামনে দাঁড়িয়ে গান শুনতে পারবেন ভক্তরা। যার জন্য তাদের একটি টাকাও খরচ করতে হবে না। তবে এখানে সুযোগ পাবেন ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ বেসিসে। অর্থাৎ যিনি আগে পৌঁছাবেন তিনি আগে সুযোগ পাবেন। তবে সিট সংখ্যা থাকবে লিমিটেড।

আরও পড়ুন : এই জনপ্রিয় গায়ক ছিলেন শ্রেয়া ঘোষালের প্রেমিক! জানেন তিনি কে?

 Shreya Ghoshal

আরও পড়ুন : একটা গান গাইতে কত টাকা নেন শ্রেয়া ঘোষাল?

শ্রেয়া ঘোষালের অল হার্টস ট্যুর

শ্রেয়া ঘোষাল বর্তমানে ইন্ডিয়ান আইডলের শুটিং করছেন। এই রিয়েলিটি শো এর যাত্রা এখন শেষের পথে। ২৬ শে এপ্রিল থেকে শুরু হবে শ্রেয়ার অল হার্টস ট্যুর। যারা আওতায় তিনি তিনটে শহরে গান গাইবেন। ২৬ শে এপ্রিল সুরাট থেকে শুরু হবে তার পারফরমেন্স। এখানে টিকিটের দাম ২০০০ টাকা থেকে শুরু হয়ে ৩০০০ এবং ৫০০০ রাখা হয়েছে। তারপর ১০ই মে মুম্বাইতে গান শোনাবেন শ্রেয়া। এরপর ১০ জুন তিনি পৌঁছে যাবেন হল্যান্ডে গান শোনানোর জন্য।