“সরস্বতীর কন্ঠে সরস্বতী বন্দনা!’’ শ্রেয়া ঘোষালের নতুন গান শুনলে মুগ্ধ হবেন আপনিও

কন্ঠে তার মা সরস্বতীর বাস! তার গান শুনে মুগ্ধ গোটা দুনিয়া। বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা গায়িকা। সম্প্রতি সরস্বতী পুজো উপলক্ষে দেবী বন্দনা গেয়ে শোনালেন শ্রেয়া। ইউটিউবে মুক্তি পেল সেই গান। আর সেই গান শুনে কার্যত আরও একবার মুগ্ধ হয়েছেন নেট নাগরিকরা। বলছেন, সরস্বতী পূজোয় মা সরস্বতীর কন্ঠেই যেন সরস্বতী বন্দনা শোনার আমেজ পেলেন তারা। সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল সেই গান।

বাসন্তী রঙের সিল্কের শাড়ি, লম্বা হাতা ব্লাউজ, কানে বড় দুল, আলতো করে বাঁধা চুল, কপালে ছোট্ট লাল টিপ, এই ছিল সরস্বতী পুজো উপলক্ষে শ্রেয়া ঘোষালের সাজ। এই বেশেই তিনি গেয়ে শোনালেন সরস্বতী বন্দনা। আর তাকে সঙ্গত দিয়েছেন কিঞ্জল চট্টোপাধ্যায়। কিঞ্জলই সঙ্গীতায়োজন করেছিলেন। মঞ্চের অনুষ্ঠানের শ্রেয়ার সঙ্গে পুরুষ কণ্ঠ হিসেবে কিঞ্জলই থাকেন। তবে শ্রেয়ার এই গান এই বছরের সরস্বতী পুজো মাতিয়ে দিল বলছেন শ্রোতারা।

Shreya Ghoshal

শ্রোতাদের মধ্যে কেউ লিখেছেন, “এ তো স্বয়ং সরস্বতীর কন্ঠেই স্বরস্বতী বন্দনা। শ্রেয়া কন্ঠের পবিত্রতা প্রকাশ পাচ্ছে এই বন্দনায়।” কেউ লিখছেন, “এ যেন রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী। ওর কন্ঠেই তো সরস্বতী বিরাজমান।” শ্রেয়া ঘোষাল অফিশিয়াল চ্যানেলে শেয়ার করা এই ভিডিওটি ১৯ লাখের কাছাকাছি ভিউ পেয়েছে মাত্র তিন দিনে। প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে কমেন্ট বক্সে। শ্রেয়ার প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। তাকে নিয়ে গর্বিত বাঙালি।

আরও পড়ুন : ভাঙলো সব রেকর্ড! কত কোটি টাকা ঘরে তুলল দেবের খাদান?

Shreya Ghoshal

আরও পড়ুন : একটা গান গাইতে কত টাকা নেন শ্রেয়া ঘোষাল?

কিছুদিন আগেই শ্রেয়া তার বাবা এবং স্বামীকে নিয়ে মুম্বাইতে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে এর গান শুনতে গিয়েছিলেন। অনুষ্ঠানের জায়গা থেকে বিভিন্ন মুহূর্তের ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। কখনও ফিক্স ইউ গানের তালে নাচতে দেখা যাচ্ছিল তাকে। কখনও আবার স্কাই ফুল অফ স্টার গানে তার চোখ বেয়ে জল নেমেছিল। অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘‘এটা আমার দেখা ক্লোডপ্লে-র দ্বিতীয় অনুষ্ঠান। তোমরা মুম্বই ম্যাজিক করলে। এ এক দারুণ অভিজ্ঞতা। তাই চোখে জল আটকাতে পারলাম না। আমার ৭০ বছরের বাবাও দারুণ সময় কাটিয়েছেন। ধন্যবাদ শিলাদিত্যকে আমাদের ফেলা আসা স্মৃতিকে আরও একবার তাজা করে দেওয়ার জন্যে।’’