বর্তমানে ভারতের সেরা জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল। তার কন্ঠে যেন মা সরস্বতীর বাস। শুধু গান নিয়ে নয়, শ্রেয়ার ব্যক্তিগত জীবন এতটাই সহজ সরল যে সেই কারণেও তাকে শ্রদ্ধা করেন ভক্তরা। এত বড় সেলিব্রেটির জীবনে নেই কোনও বিতর্ক। তবে শ্রেয়ার ব্যাপারে বেশ কিছু অজানা তথ্য অনেকেই জানেন না। একসময় তিনি নাকি বলিউডের এক প্রথম সারির গায়কের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তিনি কে জানেন?
শ্রেয়া ঘোষালের প্রথম প্রেমিক কে?
শ্রেয়া ঘোষাল মাত্র ১৬ বছর বয়সে সঞ্জয় লীলা বানসালির দেবদাস সিনেমাতে প্লেব্যাক গেয়ে বলিউডে পা রাখেন। ১৮ বছর বয়সে তিনি জাতীয় পুরস্কার পেয়ে যান। বাংলা, হিন্দির পাশাপাশি অসমিয়া, ভোজপুরি, তামিল, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মারাঠি, মালয়ালাম, নেপালি, কন্নড় ভাষায় ইতিমধ্যেই অসংখ্য গান গেয়েছেন তিনি। ক্লাসিক্যাল, ভজন এবং গজলে এই মুহূর্তে তার জুড়ি মেলা ভার। শ্রেয়া যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন সোনু নিগমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল।
সোনু নিগমের সাথে শ্রেয়া ঘোষালের সম্পর্কের গুঞ্জন
দুই দশক আগে যখন শ্রেয়া বলিউডের উঠতি গায়িকা, তখন ইন্ডাস্ট্রিতে সোনু নিগম ছিলেন সর্বশ্রেষ্ঠ গায়কদের মধ্যে অন্যতম। সেই সময় দুজনের সম্পর্ক ঘিরে অনেক জল্পনা শুরু হয়েছিল। যদিও সোনু ছিলেন বিবাহিত। শ্রেয়া ঘোষাল এবং সনু নিগমের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন বারবার শোনা গিয়েছে তার সত্যতা অবশ্য কোনও দিনও স্বীকার করেননি সোনু কিংবা শ্রেয়া। তবে বরাবরই তাদের মধ্যে সম্পর্ক বেশ ভাল ছিল।
আরও পড়ুন : প্রসেনজিৎ চ্যাটার্জীর দ্বিতীয় স্ত্রী কে? কেন ভেঙেছিল তার দ্বিতীয় বিয়ে?
আরও পড়ুন : বিয়ে করেননি, তবুও কার নামে সিঁথিতে সিঁদুর পরতেন লতা মঙ্গেশকর?
শ্রেয়া ঘোষালের স্বামী
শ্রেয়া ঘোষাল বিয়ে করেছেন তার ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে। শ্রেয়ার স্বামী একটি বহুজাতিক সংস্থার শীর্ষ পদে আছেন। প্রেম করেই বিয়েটা হয়েছে তাদের। ছোটবেলা থেকেই নাকি তাদের প্রেম ছিল। ২০১৫ সালে শিলাদিত্য এবং শ্রেয়ার বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানও আছে। স্বামী এবং সন্তানকে নিয়ে খুবই সুখের সংসার শ্রেয়া ঘোষালের।