বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিদের টক্কর দিতে পারেন তিনি। তার কাছে কোনও কিছুই অসম্ভব নয়, তিনি হলেন ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রি’র (Reliance Industry) কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তার নামটাই যথেষ্ট সারা বিশ্বে তিনি জনপ্রিয়। তার এবং পরিবারের বিলাসবহুল জীবনযাপনের গল্প সকলেই জানেন।
দামী গাড়ি, দামী বাড়ি সব কিছুই রয়েছে তার। এমনকি তার বাড়িতে যারা কাজ করেন তাদের বেতনও নেতা-মন্ত্রীদের বেতনের চেয়ে বেশি। কারুর বেতন ১ লক্ষ আবার কারুর ২ থেকে ৩ লক্ষ টাকা। কিন্তু অনেকেই হয়তো জানেন না একটা আশ্চর্য বিষয়।
যেটা হল কোনও জায়গায় গিয়ে কিছু কেনাকাটা পর নিজে বিল মেটান না মুকেশ আম্বানি। এমনকি ক্রেডিট কার্ড ও ক্যাশটাকা পর্যন্ত রাখেন না তিনি। তবে এবার প্রশ্ন হল তাহলে কীভাবে বিলের টাকা মেটান মুকেশ আম্বানি। বেশ কয়েক বছর আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল মুকেশ আম্বানির।
সেই ভিডিওতেই জানিয়ে ছিলেন এই সব কথা। তিনি বলেছিলেন, “শৈশব থেকে আজ অবধি আমি কখনও নিজের সঙ্গে ক্যাশ টাকা রাখিনি। এমনকী কোনও ক্রেডিট কার্ডও নেই আমার। যদি কিছু কিনতে চাই, তাহলে আমার সঙ্গে যারা থাকেন তারাই বিল মিটিয়ে দেয়।”
সম্প্রতি এই ভিডিওটি আবার সকলে সামনে আসায় ভিডিওটির কমেন্ট বক্স ভড়ে গিয়েছে নেটিজেনদের নানা কমেন্টে। একজন লিখেছেন, ‘আপনি এতটাই ধনী যে আপনার টাকার ব্যাগ বওয়ারও একজন লোক রয়েছে।’ আবার একজন লিখেছেন তিনি মুকেশ আম্বানির মতো ধনী হতে চান।
আসলে এই ভিডিওটি বহুদিন আগের। তবে এটা ঠিক যে অনেক ধনী ব্যক্তিরাও মুকেশ আম্বানির বিলাসবহুল জীবনযাপন দেখে অবাক হয়ে যান। বর্তমানে তার সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রির মোট সম্পদ রয়েছে ৮২ বিলিয়ন ডলারের।