প্রথমে উমা, তারপর সন্ধ্যাতারা আর এখন চিরসখা, একটার পর একটা সিরিয়ালে অভিনয় করছেন শিঞ্জিনী চক্রবর্তী। নায়িকা হিসেবে তার কেরিয়ারের শুরুটা হলেও এখন ভিলেন হিসেবে দর্শকদের মুগ্ধ করছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তার রূপেও মুগ্ধ সকলে। তবে জানেন কি এই চেহারার কারণেই একসময় চরম অপমান হতে হয়েছে শিঞ্জিনী চক্রবর্তীকে। গায়ের রং কালো বলে নাকি বহু অপমান হজম করতে হয়েছে তাকে।
বডি শেমিংয়ের শিকার হয়েছেন শিঞ্জিনী
সম্প্রতি একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এক সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী জানান ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাকে কীভাবে বডি সেমিং করা হয়েছিল। তার গায়ের রং কালো ছিল বলে তাকে অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। তবে অভিনেত্রীর কাছে তার গায়ের রংটাই আসল অলংকার। টুকটুকের ফর্সা নন, শ্যামলা ত্বক নিয়েই তিনি গর্ব করেন। অভিনেত্রী এও বলেন গায়ের রং তার হাতে নেই। তবুও তাকে নানাভাবে অপমান করা হয়েছে।
শুধু তাই নয়, শিঞ্জিনী যখন মডেলিং করতে শুরু করেন তখন তাকে ফর্সা দেখানোর জন্য চড়া মেকআপ করতে বলা হত। অবশ্য শিঞ্জিনী এমনটা মনে করতেন না। তিনি প্রথমেই জানিয়ে দিয়েছিলেন তার গায়ের রং যেমন তিনি তেমনটাই দেখাবেন। তার গায়ের রং ডাস্কি। আর তাতেই তিনি সুন্দর। নিজের রং নিয়ে লজ্জা পাওয়া নয়, বরং গর্ব অনুভব করেন তিনি। তাই এরপর থেকে তিনি শুধু নিজেকে খুশি রাখার উপরই জোর দিয়েছেন। গায়ের রং বদলে অন্যকে খুশি করতে চাননি।
আরও পড়ুন : শুধুমাত্র বাঙাল বলে সুচিত্রা সেনের জীবনের এই স্বপ্নপূরণ হল না
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেল রামপ্রসাদের সর্বাণী? কেন সিরিয়ালে দেখা যাচ্ছে না সুস্মিলি আচার্যকে?
নায়িকা থেকে খলনায়িকা হয়েই বেশি প্রশংসা পাচ্ছেন শিঞ্জিনী
শুধু তাই নয়, নায়িকা হিসেবেও তাকে প্রথম দিকে দর্শকরা মেনে নিতে পারছিলেন না। সেখানেও তার অভিনয় নিয়ে বহু ভাবে কটাক্ষ করা হচ্ছিল। কিন্তু এরপর যখন সেই শিঞ্জিনীই খলনায়িকার ভূমিকায় অভিনয় করলেন, তখন দর্শকরা তার প্রশংসায় পঞ্চমুখ। এখন চিরসখা সিরিয়ালের বর্ষা চরিত্রটির জন্য তার অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে। অভিনেত্রীর কথায়, “নায়িকা হতে আসিনি তো। ভালো অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা নাকি খলনায়িকা দেখি না।”