নায়িকা থেকে খলনায়িকা হয়েই জিতেছেন দর্শকদের মন! বহুদিন পর সিরিয়ালে ফিরছেন এই অভিনেত্রী

নায়িকা থেকে খলনায়িকা, প্রতিটি চরিত্রেই দর্শকদের মন জয় করেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা শিঞ্জিনী চক্রবর্তী। উমা থেকে শুরু করে পঞ্চমী, অষ্টমী, একের পর এক সিরিয়াল করেছেন শিঞ্জিনী। বলতে গেলে এখন তিনি স্টার জলসা এবং জি বাংলার ঘরের মেয়ে। এবার স্টার জলসারই নতুন সিরিয়ালের হাত ধরে আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী। এবার কোন চরিত্রে দেখা যাবে তাকে?

উমা সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল শিঞ্জিনীর কেরিয়ার। কিন্তু প্রথম সিরিয়ালে তেমনভাবে দর্শকদের থেকে সাড়া পাননি তিনি। অনেকেরই তার অভিনয় পছন্দ হচ্ছিল না প্রথম প্রথম। তবে নায়িকা হিসেবে সেভাবে সাড়া না পেলেও খলনায়িকা হিসেবে নিজের অভিনয় দক্ষতার উপযুক্ত প্রমাণ দেন অভিনেত্রী। জি বাংলার উমার পর তাকে দেখা যায় স্টার জলসার সন্ধ্যা তারা সিরিয়ালে। এই সিরিয়ালে তিনি খল চরিত্রে অভিনয় করেছিলেন। আর তারপরেই ঘুরে যায় তার ভাগ্য।

 Shinjinee Chakraborty

খলনায়িকার চরিত্রে শিঞ্জিনী এত সুন্দর অভিনয় করেন যে এরপর তিনি বিভিন্ন চ্যানেল থেকে ডাক পেতে শুরু করেন। স্টার জলসাতে অষ্টমী, জি বাংলা তে পঞ্চমী, পরপর খলনায়িকার চরিত্র পেয়েছেন তিনি। আর এবার স্টার জলসার আসন্ন সিরিয়াল চিরসখাতেও দেখা যাবে তাকে। তবে এবার আর খলনায়িকার ভূমিকাতে পর্দায় পা রাখবেন না তিনি। লীনা গাঙ্গুলী তার চরিত্রে কিছু নতুনত্ব এনেছেন। কী সেটা? জানতে হলে অবশ্যই দেখতে হবে সিরিয়ালটি। তবে শিঞ্জিনী যে এবার বেশ বড়সড় চমক দিতে চলেছেন দর্শকদের তা নিশ্চিত।

আরও পড়ুন : কবে কোন স্লটে আসছে চিরসখা? বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল

 Shinjinee Chakraborty

আরও পড়ুন : পার্শ্বচরিত্র ছেড়ে সোজা সিরিয়ালের নায়ক! ‘ফুলকি’ ছেড়ে নতুন সিরিয়াল নিয়ে আসছেন ফাহিম মির্জা

লীনা গাঙ্গুলীর নতুন এই সিরিয়ালটি আসলে মধ্যবয়স্ক দুই নারী এবং পুরুষের সম্পর্কের উপর ভিত্তি করে আনা হচ্ছে। অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখার্জী থাকবেন প্রধান ভূমিকায়। এছাড়াও এক ঝাঁক তারকা থাকবেন এই সিরিয়ালে। থাকবেন সাবিত্রী চ্যাটার্জী, ফাল্গুনী চ্যাটার্জী, অনুসূয়া মজুমদার, চন্দন সেন, মালবিকা সেন, রেশমি সেন, সায়ক চক্রবর্তী, লাভলী মৈত্ররা। সেই সঙ্গে শিঞ্জিনীও থাকবেন।