বিয়ের আগেই মা হলেন বলিউডের এই অভিনেত্রী! সরগরম সোশ্যাল মিডিয়া

বিয়ে না করেই মা হলেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। সম্প্রতি সন্তানের সঙ্গে ছবি দিয়ে সুসংবাদ শেয়ার করলেন বলিউডের এই হট বিউটি। এমনিতেই শার্লিনের জীবন নিয়ে বিতর্ক কিছু কম নেই। এবার বিয়ে না করেই মা হওয়া নিয়ে ফের নতুন করে লাইমলাইটে চলে এলেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। একটি শিশু কন্যার মা হয়েছেন শার্লিন চোপড়া। তার মেয়ের বয়স এখন কয়েক মাস।

সম্প্রতি মেয়েকে নিয়ে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁতে পৌঁছে যান শার্লিন। কয়েক মাসের ওই শিশু কন্যাকে শার্লিনের কোলে দেখে রীতিমত ভিড়মি খান পাপারাজ্জিরা। তারা তাকে প্রশ্ন করেন এই বাচ্চাটি কার? উত্তরে শার্লিন পাল্টা প্রশ্ন করেন দেখে কী মনে হচ্ছে? তখন পাপারাজ্জিরা বলেন, “আপনার তো এখনো বিয়ে হয়নি।” তখন শার্লিন আবার প্রশ্ন করেন, “বিয়ে না করলে কি মা হওয়া যায় না? যদি কেউ দত্তক নেয় তাহলে?”

 Sherlyn Chopra

আসলে শার্লিন একটি শারীরিক সমস্যায় ভুগছেন যে কারণে তিনি সন্তানের জন্ম দিতে পারবেন না। কিন্তু মা হওয়ার ইচ্ছে ছিল তার। সেই ইচ্ছে পূরণ করতেই একটি ছোট্ট শিশুকে তিনি দত্তক নিয়েছেন‌। এতে তার মা হওয়ার ইচ্ছাটাও পূরণ হয়েছে। মেয়েকে আদর করে শার্লিন বলেন, “ওকে পেয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।” সোশ্যাল মিডিয়াতে মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে শার্লিন লিখেছেন, “এই আশীর্বাদের জায়গা আর কেউ নিতে পারেনা।”

আরও পড়ুন : বিয়ের ৪ মাসেই মা হলেন! সুখবর শোনালেন জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী

 Sherlyn Chopra

আরও পড়ুন : হৃত্বিক-সুজানের ডিভোর্স কেন হয়েছিল? এতদিনে মুখ খুললেন রাকেশ রোশন

বিয়ে না করেই মা হওয়ার ট্রেন্ড কিন্তু বলিউডে শুরু হয়ে গিয়েছিল সেই ৯০ এর দশকে। চালু করেছিলেন সুস্মিতা সেন, রবীনা ট্যান্ডনদের মত অভিনেত্রীরা। সুস্মিতা দুটি অনাথ মেয়েকে দত্তক নিয়ে মানুষ করেছেন। অন্যদিকে রবীনাও তার দিদির দুই মেয়েকে দত্তক নেন। সেই পথেই এগোলেন শার্লিনও। আসলে সিস্টেমেটিক লুপাস ইরাথমেটাস রোগে আক্রান্ত শার্লিন। এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগের কারণে তার যৌনজীবন অব্যাহত থাকলেও সন্তান ধারণের সিদ্ধান্ত মৃত্যুর কারণ হতে পারে। নিজে গর্ভবতী হতে পারবেন না জেনেই শার্লিন সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।