ডন ৩ সিনেমায় শাহরুখ খানের জুতোয় পা গলিয়েছেন রণবীর সিং। শাহরুখের বদলে রণবীর এখন বলিউডের নতুন ডন। বহু হাত ঘুরে অবশেষে এই সুযোগ গিয়েছে রণবীর সিংয়ের ঝুলিতে। কিন্তু কিছুতেই আর রণবীরের নায়িকা নির্বাচন হচ্ছিল না। ডন ৩ সিনেমার নায়িকার চরিত্রটি বহু হাত ঘুরে অবশেষে পৌঁছল কোন অভিনেত্রীর কাছে? অবশেষে প্রকাশ্যে এল সেই নায়িকার নাম।
ডন ৩ সিনেমার নায়িকা কে?
প্রথমদিকে বলিউডের বড় বড় অভিনেত্রীদের নাম ছিল এই সিনেমার নায়িকা বাছাইয়ের তালিকায়। শোনা যাচ্ছিল প্রিয়াঙ্কা চোপড়া নাকি ডন ফ্রাঞ্চাইজিতে আবার পা রাখবেন। আবার কখনও শোনা গিয়েছিল কিয়ারা আদবাণীর নাম। তবে সবাইকে পেছনে ফেলে এই সুযোগ ছিনিয়ে নিলেন শর্বরী ওয়াঘ। বর্তমানে বলিউডে শর্বরীর সময়টা বেশ ভালই যাচ্ছে। তাই তাকেই এই সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত করে ফেলা হয়েছে বলে বলিউড সূত্রে খবর।
শর্বরী ওয়াঘ অভিনীত সিনেমার তালিকা
বান্টি অর বাবলি ২ সিনেমা দিয়ে শর্বরীর কেরিয়ার শুরু হয়েছিল। এরপর হরর কমেডি মুঞ্ঝা, মহারাজ এবং বেদা একের পর এক সিনেমাতে শর্বরী দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছেন। এই বছর মুক্তি পাবে আলিয়া ভাটের সঙ্গে তার সিনেমা আলফা। এটি যশরাজ ফিল্মসের আওতায় স্পাই ইউনিভার্সের একটি সিনেমা। যেখানে প্রথমবারের মত মহিলা স্পাইদের দেখানো হবে।
আরও পড়ুন : ২০২৫ -এ মুক্তি পাবে জনপ্রিয় এই ৯ ওয়েব সিরিজের নতুন সিজন
আরও পড়ুন : সার্জারি করিয়ে বিগড়ে গেল মুখ! মৌনি রায়ের নতুন চেহারা দেখে ছিঃ ছিঃ করছে নেট নাগরিকরা
কবে মুক্তি পাবে ডন ৩?
ডন ৩ সিনেমার মুক্তি নিয়ে বহুদিন ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছিল। তবে এখনও পর্যন্ত এই সিনেমার শুটিং শুরু হয়নি। আসলে কোনওভাবেই কাস্টিং চূড়ান্ত করা যাচ্ছিল না। বলিউড সূত্রে খবর নায়ক নায়িকার চরিত্র বাছাই হয়ে গিয়েছে। এবার শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা। এই বছরই নাকি এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে ডন ৩