Sharmila Thakur On Taimur`s Birth : ৯ বছর হয়ে গেল বলিউড (Bollywood) অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) -র সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। এই মুহূর্তে দুই সন্তানের মা তিনি। কিন্তু বড়ো ছেলে নাম তৈমুর আলি খান (Taimur Ali Khan) এক স্বৈরাচারী রাজার নামে হওয়ায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছিল করিনাকে। যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শর্মিলা ঠাকুর (Sharmila Thakur)।
ষাট বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শর্মিলা ঠাকুর। বলিউড টলিউড (Tollywood) দুটিটেই সমান ভাবে কাজ করেছেন তিনি। কিন্তু নিজের ব্যাক্তিগত জীবনে একাধিক বিতর্কের সম্মুখীন হতে হয়েছে শর্মিলা ঠাকুরকে। ঠাকুর বংশের মেয়ে হতে একজন মুসলিমকে বিয়ে থেকে শুরু করে গো মাংস খাওয়ার কথা শুনে অনেকেরই কটাক্ষের শিকার হতে হয়েছিল শর্মিলাকে।
তবে কোনো বিতর্ক, সমালোচনাই দমাতে পারেনি ষাটের দশকের অভিনেত্রীকে। বরং নিন্দুকদের উপহাসকে উপেক্ষা করে একা মাথা উঁচু করে লড়ে গিয়েছেন তিনি। তবে গোটা জীবনে এসবের থেকেও শর্মিলাকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। সেটা ছিল শর্মিলা ঠাকুরের নাতি তৈমুরের জন্মের সময়।
সোশ্যাল মিডিয়াতে না থাকলেও বউমা করিনা কাপুর ও নাতি তৈমুর আলি খানকে নিয়ে যত চর্চা, নিন্দা হত, কিছুই নজর এড়ায়নি প্রবীন অভিনেত্রীর। তৈমুরের জন্মের সময় এত কুকথা শুনতে হয়েছিল যে, শর্মিলা ঠাকুর নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলেন। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না যে, মানুষ এরকমও হয়।
সেই প্রসঙ্গেই এদিন শর্মিলা ঠাকুর জানিয়েছেন, “একটা পোস্ট পড়েছিলাম। যেখানে বলা হয়েছিল, করিনা জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে মরলে ভাল হত। কোনওদিন তৈমুরের জন্ম হত না। আমি ভাবলাম, এরা কি সত্যি মানুষ? মানুষ কীভাবে এরকম কথা মনেও আনতে পারে! একটা একদিনের সদ্যোজাতের ক্ষতি চাইতে পারে?”
আরো পড়ুন : বিয়ের প্রথম বছরেই ডিভোর্সের পথে আলিয়া-রণবীর? ছেলে-বৌমার প্রতি ক্ষোভ উগড়ে দিলেন নীতু কাপুর
তিনি আরও জানিয়েছেন,”নিজের জন্য ভয় পাইনি। শুধু মনে হয়েছিল, এটা কোন দুনিয়া? আর এই লোকগুলোই বা কারা? ভেবেছিলাম, এরা কি সত্যিই মানুষ?সমাজের সকলকে তো খুশি করে সম্ভব নয়! তাই নিজেকে ভাল রাখা জরুরী। অন্যের প্রেসক্রিপশন মেনে চললে নিজের ফোকাস, জীবনের ইচ্ছে সব জলাঞ্জলি দিতে হবে।”
আরো পড়ুন : বলিউডের ‘লেডি মুকেশ আম্বানি’! সুপারস্টার স্বামীকেও সম্পত্তির নিরিখে পেছনে ফেলেছেন এই সুন্দরী