বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে চেনেন না গোটা ভারতে এমন মানুষ পাওয়া যাবে না। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের মেয়ে তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের রক্ত বইছে তার শরীরে। এক ডাকে তাকে সকলে চেনেন। তবে জানেন কি শর্মিলা ঠাকুর কি যে নামে চেনে গোটা দুনিয়া, তার বাইরেও তার একটি নাম রয়েছে? আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো শর্মিলা ঠাকুরের আরও একটি নাম। যেটা তিনি বিয়ের পর পেয়েছিলেন।
শর্মিলা এবং পতৌদি নবাব মনসুর আলি খানের বিয়েটা হয়েছিল ধর্মীয় বাধা নিষেধের উপরে গিয়ে। ৭০ এর দশকের এই সুন্দরীর প্রেমে হাবুডুবু খেতেন মনসুর। ওই সময় তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য। অভিনেত্রী সিমি গারেওয়ালের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মনসুর শর্মিলার প্রেমে পড়েন। কিন্তু তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। বিয়ের জন্য শর্মিলাকে ধর্ম পরিবর্তন করার শর্ত দিয়েছিলেন মনসুরের পরিবার। শর্মিলা তা মেনেও নেন।
এখন ইসলাম মতে ধর্ম গ্রহণ করলে নতুন নাম নেওয়াও বাধ্যতামূলক হয়। শর্মিলাকেও তাই নতুন নাম নিতে হয়েছিল বিয়ের পর। মনসুরকে বিয়ে করে তার নাম হয় আয়েশা সুলতানা। মনসুর নিজেই নাকি তার ওই নাম রেখেছিলেন। ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল শর্মিলার জন্য? এই প্রশ্নের উত্তরে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “খুব একটা সহজ ছিল না, আবার খুব একটা কঠিনও ছিল না। ব্যাপারটা আমাকে করতেই হত। আমি তো আর অশ্রদ্ধা করতে পারি না। আমার তো মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ইসলাম ও হিন্দু এই দুই ধর্মের ব্যাপারেই সবচেয়ে ভাল জানি।”
আরও পড়ুন : ভোগ ছেড়ে ত্যাগের পথে! বলিউড ছেড়ে সন্ন্যাসিনী হয়ে জীবন কাটাচ্ছেন এই ৫ সুন্দরী নায়িকা
আরও পড়ুন : এই কারণে রাজেশ খান্নার সঙ্গে কাজ বন্ধ করে দেন শর্মিলা ঠাকুর! জানলে চমকে যাবেন
বিয়ের পর বেশ কয়েক বছর সুখে সংসার করেছেন মনসুর এবং শর্মিলা। তাদের তিনটি সন্তান সোহা আলি খান, সাবা আলি খান এবং সাইফ আলি খান। সাবাকে বাদ দিলে সাইফ এবং সোহা দুজনেই মায়ের দেখানো পথে হেঁটে বলিউডে প্রবেশ করেন। ২০১১ সালে মনসুরের মৃত্যু হয়। মনসুর এবং শর্মিলার প্রেম কাহিনী আজও বলিউডের বেশ চর্চিত টপিক।