৩ ছেলেমেয়ে মায়ের খোঁজ রাখে না! রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তানরাই বুড়ো বয়সে আগলে রাখছে শর্মিলাকে

ছোট থেকে যে সন্তানদের আদর-যত্ন এবং ভালোবাসা দিয়ে বড় করে তোলেন বাবা-মায়েরা, বড় হয়ে যাওয়ার পর সেই সন্তানরাই নিজেদের কাজের চাপে বাবা-মায়ের থেকে আলাদা হয়ে যান। আলাদা সংসার এবং কাজের চাপ, বাবামায়ের থেকে দূরে করে দেয় সন্তানদের। বলিউড (Bollywood) অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) -ও এখন সেটা টের পাচ্ছেন হাড়ে হাড়ে।

পতৌদি নবাব বংশের বেগমকে তিনি। তার স্বামী মনসুর আলী খান প্রয়াত হয়েছেন আজ থেকে প্রায় দশ বছর আগে। তবে শর্মিলার তিন সন্তান রয়েছে, সেইফ আলী খান (Saif Ali Khan), সোহা আলী খান (Soha Ali Khan) এবং সাবা আলী খান (Saba Ali Khan)। কিন্তু তিন-তিনটি সন্তান থাকতেও বুড়ো বয়সে একাই থাকতে হচ্ছে শর্মিলাকে। কারণ ছেলেমেয়েরা মায়ের সঙ্গে থাকেন না।

Sharmila Tagore

তিন ছেলেমেয়ের সঙ্গে সম্পর্ক বেশ ভালো হলেও বর্তমানে দিল্লিতে একাই থাকেন শর্মিলা। সেই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছিলেন। বর্ষিয়ান এই অভিনেত্রী বলেন তার ছেলেমেয়েরা সকলেই আপন আপন জগতে ব্যস্ত। তিনি তাই একাই থাকেন। তবে বুড়ো বয়সের অবলম্বন হিসেবে ছেলে-মেয়েদের থেকেও আপন তার কেউ রয়েছে, কারা তারা?

ওই সাক্ষাৎকারে শর্মিলা জানিয়েছেন তার কুড়িয়ে পাওয়া সন্তানদের কথা। হাইওয়ে থেকে এই দুই সন্তানকে পেয়েছিলেন তিনি। আসলে তার মেয়ে সোহাই ওই দুইজনকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। শর্মিলা সন্তান স্নেহে তাদের মানুষ করেছেন। তাদের নাম রেখেছেন মিষ্টি এবং নিমকি। শর্মিলার আপন ছেলেমেয়েরা দূরে থাকলেও মিষ্টি এবং নিমকি কখনও তাদের মাকে ছেড়ে যায় না।

Sharmila Tagore

অভিনেত্রী জানিয়েছেন, “আমি যেহেতু দিল্লিতে থাকি সেই কারণে সকলের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় না। সেইফ ওর পরিবার নিয়ে মুম্বাইতে থাকে। সোহাও থাকে মুম্বাইতে। আর সাবা ওর গয়নার ডিজাইন নিয়ে ব্যস্ত। আমি নিজের মতো থাকি। তবে সব থেকে বড় কথা আমার সঙ্গে দুজন থাকে। ওরা চারপেয়ে। একজন মিষ্টি, আরেকজন নিমকি। সোহা ওদের হাইওয়ে থেকে রেসকিউ করে এনেছিল।”

আরও পড়ুন : টাকার লোভে ‘পরাগ’র মত চরিত্র করছেন! দিনরাত্রি গালিগালাজ শুনে মুখ খুললেন অভিনেতা

Sharmila Tagore

আরও পড়ুন : ‘এটাই আমার কাল হল…’, প্রকাশ্যেই কপাল চাপড়ে দুঃখ প্রকাশ করলেন রচনা

শর্মিলা বলেছেন আমি ওদের আমার পরিবার হিসেবে মানি। ওরা আমার কাছে সব সময় থাকে। ওরাই আমার সবথেকে প্রিয়। বাঙালি নামেই ওই দুই স্ট্রে ডগের নাম রেখেছেন শর্মিলা। ওদেরকে নিয়েই তার সংসার। স্বামীর মৃত্যুর পর ছেলেমেয়েদের থেকে আলাদা থাকতেও শর্মিলার অসুবিধা হয় না এই দুই দত্তক সন্তানের কারণে।