আপনি যদি বাঙালি হন তাহলে নিঃসন্দেহে শর্মিলা ঠাকুরকে (Sharmila Tagore) নিয়ে আপনি গর্ব করতেই পারেন। অবাঙালি মুসলিম পরিবারে বিয়ে করলেও অভিনেত্রী আজও মনে প্রাণে বাঙালি। অভিনেত্রীর পদবী যেহেতু ঠাকুর তাই এই প্রশ্নটা অনেকেরই মনে উদয় হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) সঙ্গে তাহলে কী সম্পর্ক শর্মিলা ঠাকুরের? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কে হন অভিনেত্রীর? সম্প্রতি এই প্রসঙ্গে খোলামেলা কথা বললেন ‘কাশ্মীর কি কলি’।
ঠাকুর পরিবারের মেয়ে শর্মিলা ঠাকুর
শর্মিলা ঠাকুর হলেন এমন একজন বাঙালি অভিনেত্রী যিনি বলিউডে এক সময় রাজত্ব করেছিলেন। তবে বলিউড ছাড়া টলিউডেও কাজ করেছেন তিনি। কাজ করেছেন বড় বড় পরিচালকদের সঙ্গে। মনসুর আলী পতৌদিকে বিয়ে করে তিনি হন আয়েশা বেগম। যদিও এই নামটি জনসমক্ষে ব্যবহার করেন না অভিনেত্রী। আজও তিনি সকলের প্রিয় শর্মিলা ঠাকুর। এই ঠাকুর পদবীর সঙ্গেই জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের নাম। সম্পর্কে রবীন্দ্রনাথ কে হন অভিনেত্রীর?
রবীন্দ্রনাথ ঠাকুর শর্মিলা ঠাকুরের কে হন?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, তার দাদার বংশধর আমরা। আমার ঠাকুরদার বাবা হলেন গুনীন্দ্রনাথ ঠাকুর। তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই। দুজনেই খুব ভালো পেন্টার ছিলেন। জাপানি শিল্পীদের থেকে অনুপ্রাণিত হয়ে যারা তুলে ধরেছিলেন তাদের প্রতিভা, আমার সম্পর্ক সেদিন থেকেই।”
ঠাকুর পরিবারের সঙ্গে এখন কেমন সম্পর্ক শর্মিলা ঠাকুরের?
অভিনেত্রী বলেন, “তখন ঠাকুর পরিবার একে অন্যের সঙ্গে ভীষণ ঘনিষ্ট ছিলেন। একে অন্যকে চিনতেন। এখন সবটাই এদিক ওদিক হয়ে গেছে। কে কোথায় থাকি জানা ভীষণ মুশকিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার ভাইয়ের পরিবারে আমার জন্ম। এক কথায় বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাকার পরিবার হলো আমার পরিবার।”
ছেলেমেয়েদের বাংলা শেখাতে পেরেছেন শর্মিলা?
এত বড় পরিবারে জন্ম হওয়ার পরেও কী তিনি ছেলেমেয়েদের শেখাতে পেরেছেন বাংলা? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি বলেন, “যতটুকু পেরেছি শেখানোর চেষ্টা করেছি ছেলেমেয়েদের। তবে সব যে পেরেছি সেটাও নয়। তবে আমার বাংলার প্রতি টান সব সময় থাকবে। সোহা বাংলা ছবিতে কাজ করেছে তাই ও একটু বাংলা জানে কিন্তু সইফ ততটা জানে না। তবে আমার পরিবার সম্পর্কে ওরা অবগত।”
আরও পড়ুন : ৩ ছেলেমেয়ে মাকে দেখে না! রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তানরাই বুড়ো বয়সে আগলে রাখছে শর্মিলাকে
আরও পড়ুন : অমৃতাকে দু-চোখে সহ্য করতে পারতেন না! শর্মিলার কলকাঠিতেই ভেঙেছিল সইফ-অমৃতার বিয়ে
প্রসঙ্গত, সুমন ঘোষের পুরাতন নামক সিনেমায় অভিনয় করে প্রায় ১৪ বছর পর বাংলা ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন করতে চলেছেন শর্মিলা ঠাকুর। এই সিনেমায় শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বহুদিন পর প্রিয় অভিনেত্রীকে বাংলা সিনেমায় অভিনয় করতে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।