নায়িকা থেকে দুঁদে খলনায়িকা! রূপকথার থেকে কম নয় শার্লি মোদকের অভিনয় জীবন

ভাগ্যলক্ষ্মী থেকে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, তারপর এখন ফুলকি সিরিয়ালের হংসিনী, বিগত কয়েক বছরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শার্লি মোদকের ব্যাপক উত্থান হয়েছে। তবে তার অভিনয়ে জগতে পা রাখাটা পুরোটাই একটা সিনেমার গল্পের মত। অভিনয়ের সুযোগ পেতে খুব বেশি পরিশ্রম কিংবা স্ট্রাগল তাকে করতে হয়নি। ভাগ্য তাকে নিজেই ধরা দিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শার্লি তার অভিনয় জার্নির গল্পটা তুলে ধরলেন।

কোন কোন সিরিয়ালে অভিনয় করেছেন শার্লি মোদক?

জলপাইগুড়ির মেয়ে শার্লি। পড়াশোনা করার জন্য এসেছিলেন কলকাতায়। তারপর এখানে এসেই তিনি মডেলিং এর সুযোগ পান। অভিনয় তো দূরের কথা, কোনদিনও মডেলিং করবেন এমনটাও ভাবেননি শার্লি। মডেলিং করতে করতেই কালার্স বাংলা চিরদিনই আমি যে তোমার সিরিয়ালের প্রস্তাব আসে তার কাছে। সেটা ছিল ২০১৯ সাল। অডিশন দেওয়ার পর তিনি নায়িকার চরিত্রে সিলেক্ট হয়ে যান। এরপরে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

Sharly Modak

ওই সিরিয়ালের পরই স্টার জলসার ভাগ্যলক্ষী সিরিয়ালের প্রস্তাব পান তিনি। এখানেও তিনি নায়িকার ভূমিকা পেয়েছিলেন। তারপর জি বাংলাতে লক্ষ্মী কাকীমা সুপারস্টার সিরিয়ালেও তিনি অপরাজিতা আঢ্যের বৌমার ভূমিকাতে অভিনয় করেন। নায়িকা হিসেবে ১০০ তে ১০০ পেয়েছেন সবসময়। আবার খলনায়িকা হিসেবেও ফুলকিতে তার দাপট দেখেছেন দর্শকরা। ফুলকি সিরিয়ালের শালিনী চরিত্রটি দেখলেই গায়ে যেন জ্বালা ধরে দর্শকদের। সামনেও আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে তার কাছে।

আরও পড়ুন : ছেলেকে স্তন্যপান নয়! কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন মানসী সেনগুপ্ত?

আরও পড়ুন : বহু বছর পর টিভিতে ফিরছেন অনন্যা চ্যাটার্জী, কবে কোন চ্যানেলে দেখা যাবে?

নায়িকা থেকে খলনায়িকার ভূমিকায় একের পর এক দাপটের সঙ্গে কাজ করছেন শার্লি মোদক। অথচ অভিনয় সম্পর্কে কোনও ধ্যান-ধারণা, তার ছিলই না কোনদিনও। তিনি কখনও অভিনয় শেখেননি। তিনি যখন প্রথম সিরিয়ালের জন্য ডাক পেয়েছিলেন তখন তার বাবা তাকে বলেছিলেন, “এরকম সুযোগ মানুষ অনেক কষ্ট করে পায় আর তুমি সেটা এমনিতেই পেলে‌। কাজটা করো।” ব্যাস এরপরে আর কিছু ভাবেননি শার্লি।