চূড়ান্ত গালাগাল শুনেছেন! আজ সকলের প্রিয় ননদ ‘নিম ফুলের মধু’র বর্ষা

জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালটি শেষ হয়েছে মাসখানেক আগে। কিন্তু বর্তমানে এমন সিরিয়াল খুব কমই তৈরি হচ্ছে বাংলায়। টানা আড়াই বছর সগর্বে নিম ফুলের মধুর সম্প্রচার চলেছে। রুবেল দাস এবং পল্লবী শর্মার জুটি যেমন দর্শকরা পছন্দ করতেন, তেমনই পছন্দ করতেন এই সিরিয়ালের অন্যান্য চরিত্রদেরও। তেমনি একটি চরিত্র ছিল বর্ষা, পর্ণার ননদ। এই চরিত্রটি করে দর্শকদের থেকে অনেক ভালোবাসা পেয়েছেন শৈলী ভট্টাচার্য। তবে এক সময় এই দর্শকরাই তাকে চূড়ান্ত গালাগাল করেছেন।

নিম ফুলের মধু সিরিয়ালেই বাংলা টেলিভিশনের দর্শকদের সঙ্গে শৈলীর প্রথম আলাপ হয়। যদিও এটাই তার প্রথম অভিনয় নয়। এর আগে তিনি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। যার নাম ছিল শব চরিত্র। আর এই সিরিজের একটি দৃশ্যের কারণে সোশ্যাল মিডিয়াতে চূড়ান্ত অপমানিত হতে হত অভিনেত্রীকে। একটি ঘনিষ্ঠ দৃশ্য করায় তার উপর দর্শকরা রেগে আগুন হয়েছিলেন। দর্শকদের থেকে অনেক গালিগালাজ শুনতে হয়েছিল তাকে।

Shaili Bhattacharjee

ওই ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্যটি এখনো সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যে ভাইরাল হয়। এতটাই বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই সময় এই ওয়েব সিরিজ নিয়ে যে বাংলাদেশ থেকে পর্যন্ত অনেকে ফোনে কথা শোনাতেন। তবে এখন সেসব অতীত। যে দর্শকরা একসময় তার চরম সমালোচনা করেছিলেন, তারাই এখন উল্টে প্রশংসায় পঞ্চমুখ। পর্ণার মিষ্টি ননদিনীকে বরং আরও নতুন নতুন প্রজেক্টে দেখতে চাইছেন তারা। এটা শৈলীর কাছে অনেক বড় পাওনা।

আরও পড়ুন : সিরিয়াল থেকে সিনেমায় চান্স! সুপারস্টারের নায়িকা হতে চলেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়

আরও পড়ুন : সেলাইয়ের কাজ করে মানুষ করেছেন মা! ‘পারুল’ ঈশানীর জীবনের কাছে সিরিয়ালের গল্প ফেল

একটি সাক্ষাৎকারে শৈলী জানিয়েছিলেন তার জীবনের সেই কঠিন দিনগুলোর কথা। সেইসঙ্গে নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গেও মুখ খুলে ছিলেন অভিনেত্রী। ধারাবাহিকে যেমন বর্ষাকে অত্যন্ত শান্ত স্বভাবের দেখানো হয়েছে, বাস্তবে কিন্তু শৈলী সেরকম নন। তিনি অত্যন্ত চঞ্চল। পর্দায় যেমন মায়ের অবহেলায় বড় হয়েছে বর্ষা, বাস্তবে সে কিন্তু মা ও বাবার আদুরে সন্তান।