৯০ এর দশকে হিন্দি টেলিভিশন মাধ্যমের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নীলিমা আজিম (Neelima Azeem)। তার অবশ্য আরেকটা পরিচয়ও আছে, তিনি বলিউড সুপারস্টার পঙ্কজ কাপুর (Pankaj Kapoor) -র প্রাক্তন স্ত্রী এবং শাহিদ কাপুর (Shahid Kapoor) -র মা। তিনি নিজেও ছিলেন একজন বড় মাপের অভিনেত্রী। টিভির পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।
১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন নীলিমা। তার বাবা ছিলেন একজন সাংবাদিক। উত্তরাখণ্ড এবং দিল্লিতে স্কুলের পড়াশোনা করেন তিনি। এরপর দিল্লির একটি কলেজে ভর্তি হন। ছোট থেকেই অভিনয়ের প্রতি তার বেশ টান ছিল। সেই সঙ্গে নাচেও তিনি পারদর্শী ছিলেন। তিনি পন্ডিত বিরজু মহারাজের কাছে কথ্থকের প্রশিক্ষণ নিতেন। এছাড়াও মুন্না শুক্লা, শ্রীমতি রেবা বিদ্যার্থী, পন্ডিত দেবীলালজির কাছেও তিনি প্রশিক্ষণ নিয়েছেন।
১৯৮৯ সালে ‘ফির ওয়াহি তালাশ’ ধারাবাহিকের মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর মুমতাজ চরিত্রে অভিনয় করে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পান। ছোট পর্দার পরিচিত মুখ হওয়ার পর তিনি সিনেমাতেও সুযোগ পেয়ে যান। তবে সিনেমাতে প্রবেশের আগেই তার প্রথম বিয়ে ভেঙে যায়। ১৯৭৯ সালে তিনি পঙ্কজ কাপুরকে বিয়ে করেছিলেন। তাদের একমাত্র সন্তান হলেন শাহিদ কাপুর।
বিয়ের পর পাঁচ বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। শাহিদের বয়স তখন মাত্র তিন বছর। ছেলেকে একাই মানুষ করছিলেন নীলিমা। তবে এরপর তার জীবনে আসেন রাজেশ খট্টর। এক বছর প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯০ সালে নীলিমা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু সেই বিয়েটাও ভেঙে যায়। ততদিনে নীলিমার দ্বিতীয় সন্তান ঈশান খট্টরের জন্ম হয়েছিল।
২০০১ সালে রাজেশ এবং নীলিমার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর রাজেশ মন্তব্য করেছিলেন নীলিমার সঙ্গে তার অধিকাংশ বিষয়ে মতের অমিল হত। তাই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বাবা মায়ের বিচ্ছেদের কারণে ঈশানের শৈশবে বেশ প্রভাব পড়েছিল। যদিও শাহিদ এই সময় মা এবং ভাইয়ের পাশে দাঁড়ান। তিনি ২০০৩ সালে ‘ইশক ভিশক’ ছবিতে কাজ করে বলিউডে ডেবিউ করেন।
আরও পড়ুন : বিয়ের পরেও করিনাকে কি ভুলতে পেরেছেন? জবাবে চমকে দিলেন শাহিদ কাপুর
নীলিমা অবশ্য এরপরেও সিঙ্গেল থাকেননি। তিনি দ্বিতীয় বিচ্ছেদের তিন বছর পর শাস্ত্রীয় সংগীত শিল্পী রাজা আলি খানকে বিয়ে করেন। কিন্তু ২০০৯ সালে তার তৃতীয় সংসারটাও ভেঙ্গে যায়। এরপর টেলিভিশন এবং হিন্দি সিনেমাকে মাধ্যম করে তিনি অভিনয়ে মন দেন। ২০১৮ সালে শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিল। এখন তিনি তার নাচের স্কুল নিয়েই ব্যস্ত থাকেন।
আরও পড়ুন : বলিউডের এই সেলিব্রিটিরা আসলে ভাই-বোন, চমকে দেবে পরিচয়