টানা ৪ বছর অপেক্ষা করিয়ে ২০২৪ সালে একের পর এক ধামাকা দিয়েছেন শাহরুখ খান। বছরের শুরুটা তিনি করেছিলেন পাঠান দিয়ে। মাঝখানে মুক্তি পেল জবান আর বছরের শেষটা তিনি করেছেন ডাংকি সিনেমা দিয়ে। শাহরুখের এই কামব্যাক বলিউডে তার আসন আরও মজবুত করেছে। তবে আসল চমক তো এখনও বাকি। শাহরুখের হাতে রয়েছে এমন ৫টি সিনেমা যেগুলোর হাত ধরে কোটি কোটি টাকার ব্যবসা করে চলেছে বলিউড। ইন্ডাস্ট্রিতে কিং হিসেবে নিজের আসল মর্যাদা এবার বোঝাতে চলেছেন শাহরুখ। এই তালিকাতে রয়েছে
১. কিং : ২০২৫ সালেই মুক্তি পাবে শাহরুখ খানের এই সিনেমাটি। সিনেমাটির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ ছাড়াও এই সিনেমাতে অভিনয়ে আছেন অভিষেক বচ্চন, অভয় বর্মা। সেই সঙ্গে শাহরুখ খানের মেয়ে সুহানা খানও থাকছেন। বাবার হাত ধরেই বলিউড সিনেমায় পা রাখতে চলেছেন সুহানা।
২. পাঠান ২ : সম্ভবত ২০২৫ এর শেষে কিংবা ২০২৬ সালে মুক্তি পাবে পাঠান সিনেমার সিকুয়েল পাঠান ২। ২০২৪ সালের শেষ দিকে এই সিনেমার কাজ শুরু হয়েছে। পাঠান সিনেমাটি যেখানে শেষ হয়েছিল তার থেকেই এর সিকুয়েলের আভাস পাওয়া গিয়েছিল। জন আব্রাহাম সত্যিই কি মারা গিয়েছিলেন? নাকি তিনি আরও ভয়ংকর শত্রু হিসেবে শাহরুখের মুখোমুখি হবেন? যাই হোক না কেন পাঠান ২ প্রথম পার্টের থেকেও বেশি ধামাকাদার হবে।
৩. টাইগার ভার্সেস পাঠান : ২০২৫ সালে মুক্তি পেতে পারে টাইগার ভার্সেস পাঠান। এই সিনেমায় সালমান খান এবং শাহরুখ খান মুখোমুখি হবেন। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের দুই সুপারকপ যখন একই সিনেমাতে থাকছেন তখন সেই সিনেমা নিয়ে তো দর্শকদের প্রবল আগ্রহ থাকবেই।
৪. প্যানথার : পরিচালক লোকেশ কানাগরজের প্যানথার সিনেমাটিকে নিয়ে বেশ চর্চা চলছে দর্শকদের মধ্যে। এই সিনেমাতে নাকি অভিনয় করবেন শাহরুখ খান। যদিও অফিসিয়ালি কোনও ঘোষণা হয়নি। তবে বলিউডে প্যানথারে শাহরুখ খানের উপস্থিতি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
আরও পড়ুন : পুষ্পা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ খান! কেন রাজি হননি অভিনেতা?
আরও পড়ুন : মন্নত ছেড়ে ভাড়াবাড়িতে উঠলেন শাহরুখ-গৌরী! কত টাকা দিতে হবে ভাড়া?
৫. জওয়ান ২ : পাঠানের মত জওয়ানেরও সিকুয়েল আসবে বলে শোনা যাচ্ছে। জওয়ানের পরিচালক অ্যাটলি বলেছেন তার প্রতিটি সিনেমারই দ্বিতীয় পার্ট আসার সম্ভাবনা থাকে। তিনি সেই ভাবেই গল্প শেষ করেন। জওয়ানের ক্ষেত্রেও তিনি সেই পথ খোলা রেখেছেন। তাই এই সিনেমাটিকে নিয়েও বেশ আশাবাদী দর্শকরা।