মন্নত ছেড়ে ভাড়াবাড়িতে উঠলেন শাহরুখ-গৌরী! কত টাকা দিতে হবে ভাড়া?

মন্নত ছেড়ে ভাড়া বাড়িতে উঠলেন শাহরুখ খান। শাহরুখ খান এবং গৌরী খানের সাধের বাড়ি মন্নতের সংস্কারের কাজ চলবে আপাতত কিছুদিন। আর সেই কারণেই স্ত্রী এবং সন্তানদের নিয়ে বেশ কিছুদিন ভাড়া বাড়িতে থাকতে হবে শাহরুখকে। মুম্বাইয়ের পালি হিলে একটি বাড়িও নিয়েছেন শাহরুখ। যদিও এই বাড়ি আকারে মন্নতের অর্ধেক। কিন্তু কী আর করা যাবে? এই ভাড়া বাড়িতে শাহরুখকে কত টাকা দিয়ে থাকতে হবে জানেন?

কোথায় ভাড়া থাকবেন শাহরুখ খান?

মুম্বাইয়ের পালি হিলে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন শাহরুখ। এর মধ্যে একটির আয়তন ৬ হাজার বর্গফুট ও অন্যটির আয়তন ৪.৫ হাজার বর্গফুট। অর্থাৎ দুটি অ্যাপার্টমেন্টের আয়তন মিলিয়ে সাড়ে ১০ হাজার বর্গফুটে দাঁড়াচ্ছে, যা মন্নতের আয়তনের অর্ধেকেরও কম। শাহরুখের বাড়ি মন্নতের আয়তন ২৭ হাজার বর্গফুট। আপাতত এই ভাড়া বাড়িতেই টেম্পোরারি নতুন সংসার গুছিয়ে নিচ্ছেন শাহরুখ ও গৌরী।

 Shah Rukh Khan

কত টাকা ভাড়া দিতে হবে শাহরুখকে?

ছয় হাজার বর্গফুটের ডুপ্লেক্সৈর জন্য শাহরুখকে মাসে ১১.৫৪ লক্ষ টাকা ভাড়া দিতে হবে। যার সিকিউরিটি ডিপোজিট হবে ৩২.৯৭ লক্ষ টাকা। দ্বিতীয় ডুপ্লেক্স এর জন্য প্রত্যেক মাসে ১২.৬১ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। এই ডুপ্লেক্সের সিকিউরিটি ডিপোজিট ৩৬ লক্ষ টাকা। শাহরুখ খান, গৌরী খান এবং তাদের তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রাম আর কিছুদিনের মধ্যেই এই বাড়িতে গিয়ে উঠবেন।

আরও পড়ুন : কাজলের কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন শাহরুখ খান! ৯০% মানুষ জানেন না বলিউডের এই সিক্রেট

 Shah Rukh Khan

আরও পড়ুন : ৬৭ তেই প্রাণ হারাবেন শাহরুখ-সালমান! জ্যোতিষীর গণনায় তোলপাড়

শাহরুখ খান এই দুটি ডুপ্লেক্স এ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন ভাগনানি পরিবারের কাছ থেকে। প্রথমটি অভিনেতা জ্যাকি ভাগনানি এবং তার বোন দীপশিখা দেশ মুখের নামে রয়েছে। দ্বিতীয়টি চলচ্চিত্র প্রযোজক বাসু ভাগনানির থেকে নেওয়া হয়েছে।