IPL -এ নজর কাড়লো Shah Rukh Khan এর এই নেকলেস! দাম কত?

আইপিএল নিয়ে গোটা দেশ জুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। শনিবার হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তাতে আলাদাভাবে নজর কাড়লেন শাহরুখ খান। শাহরুখের ফ্যাশন সেন্স বরাবরই নজর কাড়া। আর এবারেও শাহরুখের গলার নেকলেস নিয়ে কিছু কম চর্চা হলো না। এই অনুষ্ঠানে শাহরুখের গলায় একটি খুব সুন্দর নেকলেস দেখা গিয়েছে। এর দাম কত জানেন? জানেন কি এর গুণাগুণ? এই ডায়মন্ডের নেকলেস পরার পেছনে রয়েছে বিশেষ কারণ।

শাহরুখ খানের হীরের নেকলেসের দাম কত?

শাহরুখ খান যে নেকলেসটি পরেছেন সেটি ১৮ ক্যারেট প্লাটিনাম দিয়ে তৈরি। যার মধ্যে একটি একটি করে হীরে খোদাই করে বসানো আছে। এটাই লিস্তা নামের একটি বিদেশি কোম্পানি তৈরি করেছে। এর দাম ৭৫ লক্ষ টাকা। তবে কেউ যদি নিজের পছন্দমত ডিজাইন তৈরি করতে চান সে ক্ষেত্রে দামটা একটু বাড়বে। আর শাহরুখ খান নিজের ডিজাইনে বানিয়েছেন এই নেকলেস। তাই তার ক্ষেত্রে দামটা বেড়ে হয়েছে দ্বিগুণ। প্রায় দেড় কোটি টাকা দাম শাহরুখ খানের এই নেকলেসের।

SHAH RUKH KHAN

কী বৈশিষ্ট্য এই নেকলেসের?

সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করছেন শুধুমাত্র ফ্যাশনের জন্য নয়, রীতিমত জ্যোতিষ শাস্ত্র মেনেই শাহরুখ খান এই নেকলেসটি পরেছেন। আইপিএলে লড়বে তার টিম কলকাতা নাইট রাইডার্স। আর শাহরুখ খান নাকি গ্রহ আর নক্ষত্রকে এখন নিজের কন্ট্রোলে রাখার জন্য এই নেকলেস পরেছেন। এই হীরের নেকলেসে শাহরুখের ভাগ্য আরও চমকাবে।

আরও পড়ুন : মন্নত ছেড়ে ভাড়াবাড়িতে উঠলেন শাহরুখ-গৌরী! কত টাকা দিতে হবে ভাড়া?

SHAH RUKH KHAN

আরও পড়ুন : ৬৭ তেই প্রাণ হারাবেন শাহরুখ-সালমান! জ্যোতিষীর গণনায় তোলপাড়

শাহরুখ কেন এই হীরের নেকলেস পরলেন?

শাহরুখ জন্মেছেন ২ তারিখে। অর্থাৎ তার বার্থ নাম্বার ২। যাদের জন্মদিন ২ কিংবা জন্মদিনের দুটি সংখ্যার যোগফল ২ হয় তারা চন্দ্র জাত হন। এই ধরনের মানুষেরা খুবই ক্রিয়েটিভ হন। তাদের মধ্যে লিডার হওয়ার সব গুণ থাকে। তবে তাদের জীবনে লড়াইটাও বেশি থাকে। সহজে সুখ আসে না এদের হাতে। কেরিয়ারে ওঠাপড়া লেগেই থাকে। এই ধরনের মানুষদের লাকি রং সাদা। চাঁদের রং তাদের ভাগ্যকে ধরে রাখে। তাই হিরে এদের জন্য লাকি স্টোন। শাহরুখ তাই নাকি এই নেকলেস পড়েছেন যাতে ভাগ্যকে ধরে রাখতে পারেন।