সালমান খান, আমির খান কিংবা নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে কেউ নন। বলিউডে শাহরুখের একমাত্র প্রতিদ্বন্দ্বী কে জানেন? সিনেমার পর্দায় কার উপস্থিতিতে বারবার ফিকে হয়ে যায় শাহরুখ খানের (Shah Rukh Khan) ম্যাজিক? তিনি কোনও হিরো নন। বলিউডের (Bollywood) একজন দাপুটে খলনায়ক। পর্দায় শাহরুখ তার সঙ্গে যতবার স্ক্রিন শেয়ার করেছেন, ততবারই কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তিনি হলেন অর্জুন রামপাল (Arjun Rampal)।
শুধু ভিলেন নন। অর্জুন রামপাল বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সিনেমাতে নায়কের ভূমিকাতেও কাজ করেছেন। মহিলাদের হার্টথ্রব তিনি। পাশাপাশি কিছু কিছু সিনেমাতে তাকে ভিলেনের ভূমিকাতে দেখা গিয়েছে। ২০০১ সালে অর্জুন রামপাল বলিউডে পা রাখেন। শুরুটা নায়ক হিসেবে হলেও শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, হৃত্বিকদের ভিড়ে সেভাবে সুবিধা করতে পারছিলেন না অর্জুন। কিন্তু এরপর যখন তিনি ভিলেন হতে শুরু করেন তারপর থেকেই তার জনপ্রিয়তা বাড়তে থাকে। ভিলেন হিসেবে প্রত্যেকবারই হিট হয়েছেন তিনি। এমনকি তিনি শাহরুখ খানেরও সবথেকে প্রিয় ভিলেন।
শাহরুখের সঙ্গে ওম শান্তি ওম, রা-ওয়ান থেকে এর মত সিনেমাতে অভিনয় করেন অর্জুন। বলাবাহুল্য, এই দুটি সিনেমা দর্শকরা খুবই পছন্দ করেছিলেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ওম শান্তি ওম সিনেমাতে দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খানের রসায়ন সকলের পছন্দ হয়েছিল। তবে খলনায়কের ভূমিকায় অর্জুন রামপালকে নিয়ে চর্চা সবথেকে বেশি হয়েছিল। পর্দায় অর্জুন রামপালকে দেখে চমকে গিয়েছিলেন সকলে।
আরও পড়ুন : কাজলের কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন শাহরুখ খান! ৯০% মানুষ জানেন না বলিউডের এই সিক্রেট
আরও পড়ুন : বলিউডের ষড়যন্ত্রেই কি শেষ হয়ে গেল শ্রদ্ধা কাপুরের কেরিয়ার? কেন এত কম কাজ করেন শ্রদ্ধা?
২০১১ সালে আবারও শাহরুখের বিপরীতে ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হন অর্জুন রামপাল। এখানে সুপারহিরোর বিপরীতে সুপার ভিলেনের ভূমিকায় আবারও নজর কেড়েছিলেন অর্জুন। এই সিনেমার নামকরণ হয়েছিল অর্জুনের নামেই। অর্জুন রামপালের ‘রা’ থেকে সিনেমার নাম হয় রা-ওয়ান। এখানেও তার লুক নিয়ে ব্যাপক চর্চা হয়। দর্শকরা মনে করেন ওম শান্তি ওম এবং রা-ওয়ান হিট হওয়ার পেছনে অর্জুন রামপালের যথেষ্ট ভূমিকা ছিল। অর্জুন ভিলেন হয়েছিলেন বলেই সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।