শাহরুখ খানের জন্য বাতিল হল শতাধিক বিয়ে! হ্যাঁ, ঘটনাটা শুনলে রীতিমত অবাক হবেন আপনি। মুম্বাইয়ের প্রায় সব বিয়ে বন্ধ করে দিয়েছিলেন কিং খান। এই ঘটনা অবশ্য আজকের নয়, ২৫ বছর আগে শাহরুখ ঐশ্বর্যর-দেবদাস ছবির শুটিংয়ের সময়ের। সঞ্জয় লীলা বানসালির ৫০ কোটি টাকা বাজেটের এই সিনেমার সিনেমাটোগ্রাফি দেখলে চোখ ধাঁধিয়ে যায়। এর পেছনে কম কাঠখড় পোড়াতে হয়নি নির্মাতাদের।
সঞ্জয় লীলা বানসালির দেবদাস আজও বলিউডের একটি কাল্ট ক্লাসিক সিনেমা। খুবই যত্ন সহকারে এই সিনেমাটি বানিয়েছিলেন নির্মাতারা। দেবদাসের একটি বড় ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল সিনেমাটির সিনেমাটোগ্রাফি। ঝাঁ চকচকে পরিবেশন দেখলেই চোখ সরানো দায়। চন্দ্রমুখী মাধুরী দীক্ষিতের কোঠার জমকালো সেট তৈরি করার জন্য লেগেছিল ১ কিলোমিটার জায়গা। গোটা সেটজুড়ে বসেছিল আলোর ঝালর। সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান সেটের একেবারে শেষ প্রান্তেও ১০০ ওয়াটের আলো লাগানোর কথা বলেছিলেন।
এত আলো নিয়ে শুটিংয়ের জন্য মুম্বাইয়ের যত জেনারেটর ছিল সব ভাড়া নিয়ে নেওয়া হয়। ওই সময় মুম্বাইতে জেনারেটরের আকাল পড়ে গিয়েছিল। যার ফলে বহু বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যায়। এই নিয়ে আফসোসের শেষ ছিল না বিনোদের। মুক্তির পর এই সিনেমা ১৬৮ কোটি টাকার ব্যবসা করে। রীতিমত ব্লকবাস্টার হিট হয়েছিল দেবদাস। সিনেমাটির এমন সাফল্য দেখে বিনোদের আফসোস অবশ্য কিছুটা কমেছিল।
আরও পড়ুন : এই ৪ টি ব্লকবাস্টার ছবি ছেড়েছেন রণবীর সিং! নিজের পায়ে নিজেই মেরেছেন কুড়ুল
আরও পড়ুন : হরর-থ্রিলার থেকে সাসপেন্স, এই সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ১০ নতুন ওয়েব সিরিজ
২০০২ সালে মুক্তি পায় শাহরুখ খান, ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিত অভিনীত দেবদাস সিনেমাটি। বাঙালি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস দেবদাস খুবই জনপ্রিয় ছিল পাঠকদের মাঝে। বলিউড এবং টলিউডে বহুবার বানানো হয়েছে এই সিনেমাটি। ২০০২ সালে সঞ্জয় লীলা বানচালি যে শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে দেবদাসকে পর্দায় উপস্থাপন করেছিলেন তা সত্যিই প্রশংসনীয়। সিনেমাটির প্রত্যেকটি দৃশ্য, অভিনেতাদের অভিনয় ছিল নিখুঁত। সেই সঙ্গে এই সিনেমার প্রত্যেকটি গান আজও মানুষের মনে গেঁথে আছে।