কর ফাঁকি দিয়ে সরিয়েছেন কোটি কোটি টাকা, দুর্নীতির দায়ে জড়িয়েছে এই ৬ বলিউড তারকার নাম

বলিউড তারকারা এখন সারা বিশ্বে জনপ্রিয়। তাই জনপ্রিয়তার দিক থেকে এখন তারা টক্কর দিতে পারেন পৃথিবীর বহু জনপ্রিয় তারকাদের। তবে জনপ্রিয়তা নয়, পারিশ্রমিককের দিক থেকেও বলিউডের প্রথমসারির তারকরা পিছনে ফেলেছে বহু জনপ্রিয় হলিউড তারকাকে। কিন্তু এত অর্থ উপার্জন করা সত্ত্বের তাদের বাড়িতে আয়কর বিভাগের (Income Tax Department) অফিসাররা অভিযান চালান। এই তালিকায় এমন কয়েকজন তারকার নাম দেওয়া হয়েছে যাদের বাড়িতে আয়কর বিভাগের অফিসাররা অভিযান চালিয়েছিলেন।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif): বলিউডের সুন্দরী নায়িকাদের অন্যতম হলেন তিনি। বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি। যে কারণে তার পারিশ্রমিক অনেক অভিনেতাদের চেয়েও বেশি। কিন্তু তাও ২০১১ আয়কর বিভাগের অফিসাররা অভিযান চালিয়ে ছিল তার বাড়িতে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি সঠিক করের তথ্য জানাননি।

TAAPSEE PANNU

তাপসী পান্নু (Taapsee Pannu): দক্ষিণী ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও আজ তাপসী বলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। দর্শক মহলেও তার অভিনয়ের যথেষ্ট প্রশংসা করা হয়। যে কারণে তার পারিশ্রমিকও নয়। কিন্তু তাও একবার ‘ফ্যান্টম ফিল্মস’-এর কর ফাঁকি দেওয়ার অভিযোগে তাপসীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল।

শাহরুখ খান (Shah Rukh Khan): বলিউডের সবচেয়ে সফল অভিনেতা হলেন শাহরুখ খান। তিনি বলিউডের সবচেয়ে ধনী ও সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় নম্বরে থাকা ধনী অভিনেতা। বহু ব্লকবাস্টার ছবিতেও অভিনয় করেছেন তিনি। তার বিরুদ্ধে একবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে সেটা দুবাইতে। সেই জন্য তার দুবাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে ছিল সেখানকার আয়কর বিভাগ।

PRIYANKA CHOPRA

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra): বর্তমান সময় বলিউডের পাশাপাশি হলিউডেও একের পর এক কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই তার সম্পত্তি ও পারিশ্রমিকের পরিমাণ অনেক তারকাদের চেয়ে বেশি। কিন্তু তাও ২০১১ সালে তার মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে ছিল আয়কর বিভাগের অফিসাররা।

রানি মুখার্জি (Rani Mukherjee): বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী রানি মুখার্জি। বহু জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাছাড়াও বর্তমান সময় তিনি যশরাজ ফিল্মসের মালিক আদিত্য চোপড়ার স্ত্রী। কিন্তু তাও আয়কর বিভাগের তরফে একবার তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ করা হয়েছিল।

SALMAN KHAN 1

সলমন খান (Salman Khan): বলিউড ভাইজান সলমন খান। তার ছবি মানেই বক্স অফিসে সাফল্য নিশ্চিত। তার পারিশ্রমিক বলিউডে অনেক তারকার চেয়ে বেশি। কিন্তু তাও ২০০০ সালে আয়কর বিভাগের অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছিলেন আয়কর বিভাগের অফিসাররা।