হাতে ছিল না কাজ, লকডাউনে পেটের দায়ে নতুন পেশা নিয়ে ফেলেছিলেন শাহরুখ খান

বয়কট গ্যাংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে ‘পাঠান’ (Pathaan)। অবশ্য ৪ বছর পর শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রত্যাবর্তন বলে কথা, এরকম কিছু তো হওয়ার কথা ছিলই। কিন্তু ‘পাঠান’ বয়কট করে ফ্লপ করানোর কিছু কম চেষ্টা হয়নি। বলিউডের আর পাঁচটা ছবির মত এই ছবিটিকে ঘিরে বিতর্কের আগুন উসকে দিয়ে দর্শককে হল বিমুখ করার অনেক চেষ্টা হয়, কিন্তু সবটাই গেছে বিফলে।

চার বছর পর বড় পর্দায় বড় ব্যানারে কাম ব্যাক করেছেন শাহরুখ খান। কিন্তু সেভাবে দেখতে গেলে গত দশ বছরে তার একটি ছবিও বক্স অফিসে তেমন চলেনি। তার উপর আবার দেখা দিয়েছিল অতিমারি। সেই অতিমারিতে বহু মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে। অতিমারির সময় মুষড়ে পড়েছিলেন শাহরুখ খানও।

pathaan 1

একে তো ১০ বছরের ব্যর্থতা, তার উপর আবার করোনার সময় গৃহবন্দী দশা! এই সময় তাই পেশা বদল করার কথাও ভেবে ফেলেছিলেন শাহরুখ খান। তিনি ভেবেছিলেন অভিনয় ছেড়ে দিয়ে যদি রান্না শিখে রোজগার করা যায়। হ্যাঁ, এমন চিন্তাভাবনা মাথায় এসেছিল কিং খানের। তাই তিনি রান্না শিখতে শুরুও করে দিয়েছিলেন।

সম্প্রতি শাহরুখ একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি করোনার সময় ইতালিয়ান পদ বানানোর তালিম নিচ্ছিলেন। পিৎজা বানানো শিখে ফেলেছিলেন শাহরুখ। এমনকি তিনি তার হাতে বানানো পিৎজা ‘পাঠানে’র শুটিংয়ের সময় সেটে এনে সবাইকে খাওয়াতেন। গত সোমবার একটি সাংবাদিক বৈঠকে ‘পাঠানে’র কলাকুশলীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে এই বিষয়ে মুখ খোলেন অভিনেতা।

shah rukh khan

গত চার বছর শাহরুখকে পর্দায় দেখা যায়নি। এই সময়টা ধৈর্য ধরে থাকাটা কতটা কঠিন ছিল কিং খানের পক্ষে? সেই প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, “এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়ে দিয়েছে।” অভিনেতা আরও বলেছেন, মন খারাপ হলে তিনি বাথরুমে গিয়ে কাঁদতেন। কিন্তু মন্নতের বারান্দা তাকে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি যুগিয়েছে বারবার।

shah rukh khan mannat

শাহরুখ বলেছেন, যখন তিনি খুব খুশি হন তখন তিনি তার বাড়ি মন্নতের বারান্দায় এসে দাঁড়ান। আবার যখন কষ্ট পান তখনও মন্নতের বারান্দাই তাকে লড়াই করার শক্তি যুগিয়েছে। শাহরুখ বলেন তাকে ভালবাসার মানুষের অভাব নেই। এই মানুষরাই তাকে আবার তার স্বমহিমায় ফিরিয়ে দিয়েছেন।