শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ (Pathaan) এখন বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে। চার বছর বড় পর্দায় মুখ দেখাননি শাহরুখ। ভক্তদের চার বছর অপেক্ষা করিয়ে রেখে ২০২৩ বক্স অফিসের ধামাকায় সুদে আসলে পয়সা উসুল করে নিয়েছেন কিং খান। এমনকি কিং খানের ম্যাজিকের কাছে পিছু হটতে বাধ্য হয়েছে বয়কট গ্যাং। বয়কটের চক্করে আমির খান, অক্ষয় কুমারদের লোকসান হলেও ‘পাঠান’ কিন্তু হাজার কোটি টাকার ব্যবসা ছুঁতে চলেছে।
পাঠান এত হিট হওয়ার পর থেকেই শাহরুখ খানের পারিশ্রমিক নিয়ে উঠছে প্রশ্ন। শোনা যাচ্ছে এই ছবির জন্য নাকি ১০০ কোটি টাকারও বেশি পারিশ্রমিক পেয়েছেন শাহরুখ। বর্তমানে বলিউডের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা তিনি। তার কাছে রয়েছে রাজপ্রাসাদের মত বাড়ি মন্নত। এছাড়াও গাড়ি থেকে জেট বিমান কোনও কিছুরই অভাব নেই শাহরুখের।
সকলের অনুমান শাহরুখ নাকি বছরে কোনও কিছু না করেও কোটি কোটি টাকা উপার্জন করেন। আসলে বছরে একটিও ছবি না করলেও বিভিন্ন বিজ্ঞাপন ব্র্যান্ডের মুখ হয়ে শাহরুখ ঘরে বসে বসে উপার্জন করেন। তবুও তার মাসে রোজগার কত হয় সেটা তার মুখ থেকেই শোনার ইচ্ছে জাগে ভক্তদের। শাহরুখকে সেই প্রশ্নটা করেই ফেললেন তার এক ভক্ত। উত্তর কিন্তু এড়িয়ে যাননি কিং খান।
শাহরুখ মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে #AskSRK পর্বের আয়োজন করেন। ১০ থেকে ১৫ মিনিটের জন্য শাহরুখকে যে কোনও প্রশ্ন করতে পারেন তার ভক্তরা। তার জবাব দেন শাহরুখ। অনেক বাঁকা প্রশ্নেরও সোজা-সরল অথচ বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন শাহরুখ খান। মাসে রোজগার নিয়ে প্রশ্নতেও উত্তর দিলেন বাদশা।
Pyaar Beshumaar kamata hoon….har din https://t.co/pdsbvG8GAU
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
শাহরুখের এক ভক্ত প্রশ্নোত্তর পর্বে জিজ্ঞেস করেন, “আপনি এক মাসে কত টাকা রোজগার করেন?” শাহরুখ সেই প্রশ্নের জবাবে লেখেন, “প্রতিদিন প্রচুর ভালবাসা পাই”। শাহরুখ ভক্তরা তার এই জবাবে মুগ্ধ হয়ে গিয়েছেন। শাহরুখের সেন্স অফ হিউমার বরাবরই প্রশংসা কুড়িয়েছে। এর আগেও #AskSRK সিজনে তাকে বাঁকা প্রশ্ন করে বিপাকে ফেলতে চেয়েছিলেন অনেকে। কিন্তু শাহরুখের অসাধারণ সব উত্তর নিন্দুকদের মুখ বন্ধ করে দেয়।
যেমন কিছুদিন আগেই এক নেটিজেন শাহরুখের খান পদবী ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন শাহরুখের পরিবার কাশ্মীরের বাসিন্দা। তাহলে তিনি খান পদবী কেন ব্যবহার করছেন? জবাবে শাহরুখ লেখেন গোটা দুনিয়াটাই তার পরিবার। নাম নয়, কাজের মাধ্যমে তিনি দুনিয়াতে পরিচিত হতে চান।