মাত্র ৪ জনের জন্য ১২ টা টিভি, ​শাহরুখের টিভির দাম শুনলে চমকে উঠবেন আপনি

মন্নত (Mannat), নারিমান ডুবাসের কাছে অবস্থিত এই বাংলো আদতে মুম্বাইয়ের সবথেকে সুন্দর রাজপ্রাসাদ বলা যেতে পারে। এখানে সপরিবারে বসবাস করেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মন্নতকে শুধু বাইরে থেকে একবার দেখবেন বলে। প্রাসাদের পাঁচিল টপকে ওইপারে প্রবেশের অনুমতি নেই কারও। আর তাই শাহরুখের বাড়ির অন্দরমহল সম্পর্কে সাধারণের জানার আগ্রহ প্রবল।

শাহরুখ এবং গৌরী যখন মুম্বাইয়ের ছোট্ট অ্যাপার্টমেন্ট ছেড়ে ‌মন্নতে এসে ওঠেন তখন এটি ছিল একটি কোঠাবাড়ি। তখন এর নাম ছিল ভিলা ভিয়েনা। আজ সেই জায়গায় ২৪৪৮ স্কোয়ার মিটার জায়গা জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ৬ তলার মন্নত। মন্নতকে মনের মত করে সাজিয়ে তুলতে শাহরুখ যে কত কোটি টাকা খরচ করেছেন তার ইয়ত্তা নেই কোনও।

Inside View of Shahrukh Khan's Rs 200 Crore House Mannat

শাহরুখের বাংলো বাড়ির জন্য টিভি কিনতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাতে মধ্যবিত্তের বিলাসবহুল বাড়ি বানানো হয়ে যায়! সম্প্রতি একটি ইলেকট্রনিক্স প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচারের উদ্দেশ্যে শাহরুখ অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তার বাড়িতে কোথায় কী টিভি রয়েছে তার ফিরিস্তি শোনান।

শাহরুখ বলেন, ‘‘আমার বেডরুমে একটা, লিভিং রুমে একটা, আমার ছোট ছেলের ঘরে একটা, আরিয়ানের ঘরে আরও একটা আর মেয়ে সুহানার ঘরে একটা…. সম্প্রতি জিমের টিভিটাও কোনও কারণে গড়বড় করছিল সেখানেও একটা নতুন টিভি কেনা হল। আজকাল তো আমি অপেক্ষা করি কবে পুরোনো টিভি খারাপ হবে, যাতে আমি এলজি-র টিভি কিনতে পারি’’।

তিনি আরও বলেন, ‘‘আমার বাড়িতে মোট ১১-১২টা টিভি রয়েছে। প্রত্যেকটা টিভির মূল্য় ওই লাখ দেড়েকের আশেপাশে। তাই কম-বেশি আমি টিভি কিনতে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা খরচ করেছি।’’ ভাইরাল একটি ভিডিওতে শাহরুখের এই মন্তব্য শুনে নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেছেন। কেউ লিখছেন “এই টাকায় তো আমাদের গোটা বাড়ি তৈরি হয়ে যাবে!” কেউ লিখছেন, ‘‘এবার নিজেকে আরও গরীব মনে হচ্ছে!” কেউ আবার বলছেন, “শাহরুখ সত্যিই রাজা মানুষ”!