দেশে-বিদেশে তুমুল জনপ্রিয় ভারতবর্ষের সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। সারা বিশ্বে যেমন তার জনপ্রিয়তা আকাশছোঁয়া, তেমনই দেশ-বিদেশে তার সম্পত্তির পরিমাণও কিছু কম নেই। সম্প্রতি সম্পত্তির নিরিখে শাহরুখ খান বিশ্বের সেরা ধনী অভিনেতাদের পেছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছেন। সাম্প্রতিক একটি রিপোর্টে উঠে এসেছে এই তথ্য (Shah Rukh Khan Net Worth)। সম্পত্তির হিসেবে হলিউডের অনেক প্রবীণ অভিনেতাকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন শাহরুখ।
বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় ৪০ বছরের কেরিয়ার তার। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্সের তরফ থেকে অফিশিয়াল টুইটারে জানানো হয়েছে বিশ্বের আট জন ধনী অভিনেতাদের মধ্যে শাহরুখ খানের নামও রয়েছে। ধনসম্পদের বিচারে তিনি বাকিদের টেক্কা দিয়ে এগিয়েছেন। শাহরুখ হিন্দি সিনেমার একমাত্র অভিনেতা হিসেবে চতুর্থ স্থানে রয়েছেন। তার কাছে রয়েছে ৭৭০ মিলিয়ন ডলারের সম্পত্তি।
শাহরুখের যে সম্পত্তির খতিয়ান এখানে তুলে ধরা হয়েছে সেটি আসলে ভারতীয় মুদ্রায় ৬৩০০ কোটি টাকারও বেশি। গোটা ভারতবর্ষের মধ্যে সেরা ধনী অভিনেতা হিসেবে তিনি এগিয়ে রয়েছেন। এমনকি তিনি পেছনে ফেলে দিয়েছেন টম ক্রুজ, জ্যাকি চ্যানদের মত হলিউড সুপারস্টারদেরও। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের অভিনেতা জেরি শ্যেনফিল্ড, তার কাছে রয়েছে এক বিলিয়ন সম্পত্তি।
দ্বিতীয় স্থানে রয়েছেন টাইলার পেরি, তার কাছেও এক বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। তৃতীয় স্থানে রয়েছেন ডোয়াইন জনসন। শাহরুখের থেকে সামান্য এগিয়ে তার সম্পত্তির পরিমাণ হল ৮০০ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য গত পাঁচ বছরে শাহরুখ খানের একটিও ছবি মুক্তি পায়নি। কিন্তু বিভিন্ন ব্রান্ড এন্ডোর্সমেন্ট এবং বিজ্ঞাপনের কাজ করে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা উপার্জন করেন।
দীর্ঘ প্রায় চার বছরের অপেক্ষার শেষে এবছরের ২৫শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের পাঠান ছবিটি। ছবিটি নিঃসন্দেহে ভারতবর্ষের পাশাপাশি সারাদেশে সাড়া ফেলবে বলে আশাবাদী বলিউড। বর্তমানে দক্ষিণী ছবিগুলো একের পর এক বলিউডকে টেক্কা দিয়ে সারা বিশ্বে তুমুল ব্যবসা করছে। বলিউডকে একমাত্র এমন সাফল্য এনে দিতে পারেন শাহরুখ খান।
Richest actors in the world:
?? Jerry Seinfeld: $1 Billion
?? Tyler Perry: $1 Billion
?? Dwayne Johnson: $800 million
?? Shah Rukh Khan: $770 million
?? Tom Cruise: $620 million
?? Jackie Chan: $520 million
?? George Clooney: $500 million
?? Robert De Niro: $500 million— World of Statistics (@stats_feed) January 8, 2023
তাই শাহরুখের পর্দায় ফেরার অপেক্ষায় দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিল বলিউড। শেষবার ২০১৮ সালের জিরো ছবিতে দেখা গিয়েছিল তাকে। তবে এই ছবিটি তেমন সাফল্যের মুখ দেখেনি। শুধু জিরো নয়, শাহরুখ অভিনীত ডিয়ার জিন্দেগি, জব হ্যারি মেট সেজল, রইসের মত ছবিগুলিও বক্স অফিসে ভাল ব্যবসা করতে ব্যর্থ হয়েছে। তবে ‘পাঠান’ নিয়ে অনেক আশাবাদী নির্মাতারা।