মন্নত ছেড়ে ভাড়াবাড়িতে গিয়ে উঠলেন শাহরুখ খান! মাসে মাসে গুনবেন এত টাকা

৫০০ কোটি টাকার মন্নত ছেড়ে এবার ভাড়া বাড়িতে থাকতে হবে শাহরুখ খানকে। মুম্বাইয়ের বান্দ্রার বিলাসবহুল মন্নত যেন কোনো এক রাজপ্রাসাদ। এই প্রাসাদপুরীর প্রতিটা অংশ নিজের হাতে গড়েছেন শাহরুখ এবং তার স্ত্রী গৌরী খান। তিন সন্তানকে নিয়ে সেখানেই স্বপ্নের মত সুখের সংসার তাদের। ২৫ বছরের বেশি সময় ধরে এই বাড়িতে থাকছিলেন তারা। কিন্তু এখন মন্নত ছেড়ে দিতে হবে। সপরিবারে শাহরুখ তাই গিয়ে উঠলেন ভাড়া বাড়িতে।

কেন মন্নত ছেড়ে ভাড়াবাড়িতে গিয়ে উঠলেন শাহরুখ খান?

আসলে মান্নতকে নতুন করে সাজানো হবে। বেশ কিছুটা বড় করা হবে শাহরুখ খানের বাড়ি। বাড়বে বেশ কয়েকটা ফ্লোর। এর জন্য আদালত থেকে অনুমতি নিতে হয়েছে শাহরুখকে। আসলে বান্দ্রায় অবস্থিত এই বাড়িটি মুম্বাইয়ের একটি হেরিটেজ সাইট। তাই শাহরুখ চাইলেই নিজের বাড়িতে কিছু পরিবর্তন আনতে পারবেন না। আদালত থেকে অনুমতি নিয়ে তবেই বাড়ির সংস্কার করা যাবে। সেই অনুমতি পেয়ে গিয়েছেন কিং খান। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এরপর আরও বড় কাজ হবে। তাই এরপর আর পরিবার নিয়ে ওই বাড়িতে থাকা সম্ভব হবে না শাহরুখের।

SRK MANNAT

শাহরুখ খানের নতুন ঠিকানা

আপাতত স্ত্রী গৌরী এবং তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় গিয়ে উঠেছেন শাহরুখের পরিবার। প্রযোজক বাসু ভাগনানির এই অ্যাপার্টমেন্টেই এখন ভাড়া থাকবেন শাহরুখ। এর জন্য বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি এবং মেয়ে দীপশিখা দেশমুখের সঙ্গে চুক্তি করতে হয়েছে তাকে। বাড়িটি মন্নতের মত বড় নয়, তবে সেখানে পরিবার এবং নিরাপত্তা কর্মী ও অন্যান্য কর্মচারীদের নিয়ে থাকার মতো যথেষ্ট ব্যবস্থা আছে।

আরও পড়ুন : পুষ্পা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ খান! কেন রাজি হননি অভিনেতা?

SRK MANNAT

আরও পড়ুন : অপ্রীতিকর অবস্থায় হোটেলে রানী মুখার্জীর সঙ্গে হাতেনাতে ধরা পড়েন গোবিন্দা! কী করেছিলেন স্ত্রী সুনিতা?

কত টাকা ভাড়া দেবেন শাহরুখ খান?

এই ফ্ল্যাটে থাকার জন্য আপাতত প্রত্যেক মাসে ২৪ লক্ষ টাকা ভাড়া দিতে হবে শাহরুখকে। মন্নতের কাজের জন্য আপাতত বেশ কিছুদিন এই নতুন বাড়িতে থাকতে হবে শাহরুখকে। অন্তত দুই বছর লাগবেই সময়। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় শাহরুখ মান্নতের প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম তলায় দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন তিন বছরের জন্য। সেখান থেকেও মোটা টাকার রোজগার হয় তার।