সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)! দুষ্কৃতীদের নতুন টার্গেট এবার তিনি। সম্প্রতি তার কাছেও এসেছিল হুমকি ফোন। লরেন্স বিষ্ণৌইয়ের সালমানকে হুমকি দেওয়া নিয়ে তোলপাড় ছিল বলিউড। এবার আবার নতুন করে শাহরুখকে নিয়েও ঘনাচ্ছে দুশ্চিন্তা।
সম্প্রতি শাহরুখের কাছে একটি উড়ো ফোন আসে। কোনও এক অজানা ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়েছে তাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ ফায়জান খান নামের এক ব্যক্তির নাম পাওয়া গেছে। তিনি পেশায় একজন আইনজীবী। রায়পুরের পান্দ্রি থানা এলাকায় থাকেন তিনি। শাহরুখের কাছে যে হুমকি ফোন এসেছে সেটি তার ফোন থেকেই গিয়েছে। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সন্তোষ সিং এমনটাই জানিয়েছেন।
শাহরুখের কাছে হুমকি ফোন আসার পর মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর মুম্বাই পুলিশ ফয়জানকে জিজ্ঞাসাবাদের জন্য রায়পুরে ডেকে পাঠায়। ফয়জান জানিয়েছেন আগের সপ্তাহে তার ফোন হারিয়ে গিয়েছিল। তিনি এরপর পুলিশে একটি রিপোর্ট করেন। তিনি পাল্টা দাবি করছেন তার ফোন চুরি করা এবং সেই ফোন থেকে শাহরুখকে হুমকি ফোন করা এই সবই তার বিরুদ্ধে চক্রান্ত করে করা হয়েছে।
ওই ব্যক্তি জানিয়েছেন ২রা নভেম্বর তার ফোনটি চুরি হয়। তিনি সঙ্গে সঙ্গে অভিযোগ জানিয়েছিলেন পুলিশের কাছে। মুম্বাই পুলিশ তাকে দুই ঘন্টা ধরে জেরা করেছে। তিনি তাদের সবটাই জানিয়েছেন। তবে উল্লেখ্য, শাহরুখ খানের সঙ্গে কিন্তু ভাইজান খানের সম্পর্ক বেশ পুরনো। ১৯৯৪ সালে ‘আনজাম’ সিনেমাতে হরিণ শিকার সংক্রান্ত কিছু সংলাপের বিষয়ে আপত্তি তুলে শাহরুখের বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন : কেন নিজের দিদিকে লুকিয়ে রাখেন শাহরুখ খান? মান্নাতের আড়ালে লুকিয়ে কোন রহস্য?
আরও পড়ুন : ছবির নামই শোনেনি কেউ! শাহরুখের এই ৭ সিনেমা আছে বলে কেউ জানেন না
এর আগে সালমান খানকেও একই বিষয়ে হুমকি ফোন করেছে লরেন্স বিষ্ণৌয়ের দল। শুটিং করতে গিয়ে হরিণ শিকার করেছিলেন বলে অভিযোগ আছে সালমানের বিরুদ্ধে। প্রায় ২০ বছর আগের সেই ঘটনার কারণে সালমানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে দুষ্কৃতী দল। তাদের দাবি যে কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সালমান, সেই হরিণ বিষ্ণৌই সম্প্রদায় ভুক্ত মানুষের কাছে পবিত্র প্রাণী। এই ঘটনার জন্য সালমানের কাছে ৫ কোটি টাকা চাওয়া হয়েছে ক্ষতিপূরণ হিসেবে। সালমান দিতে না চাইলে তাকে খুন করতেও পিছপা হবে না বিষ্ণৌই গ্যাং, এমনটাই জানিয়েছে তারা।