রিয়েলিটি শোয়ের সবটাই সাজানো, গানও ফেক! বিস্ফোরক শান

রিয়েলিটি শোয়ের রিয়েলিটি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। নাচ হোক, গান হোক কিংবা অন্য যে কোনও রিয়েলিটি শো, আদতে রিয়েল কোনও কিছুই নয়। কখনো প্রশ্ন উঠেছে বিচারকদের পার্শিয়ালিটি নিয়ে, কখনো প্রশ্ন উঠেছে প্রতিযোগীদের জীবনের ঘটনা রং চড়িয়ে পরিবেশন করা নিয়ে। তবে এবার যে তথ্য প্রকাশে এলো তা কার্যত মাথা ঘুরিয়ে দেবে। ফের একবার রিয়েলিটি শোয়ের সত্যতা প্রকাশ্যে আনলেন গায়ক শান।

রিয়েলিটি শোয়ের আসল রহস্য ফাঁস করে দিলেন শান

সম্প্রতি শান একটি সাক্ষাৎকারে বলেছেন রিয়েলিটি শোতে প্রতিযোগীদের কন্ঠে যে গানগুলো শোনা যায় সেগুলো নাকি ডাবিং। মানে সেগুলো আগে থেকেই রেকর্ড করা থাকে। প্রতিযোগীরা শুধু গান করার ভঙ্গিই করেন। দা ভয়েস ইন্ডিয়া, সারেগামাপা লিটল চ্যাম্পস সহ একাধিক গানের রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শান। তাই তার প্রকাশিত এই সত্য নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে।

Shaan Revealed The Fake Presentation About Reality Show

ঠিক কী বলেছেন শান?

শানের কথায়, “২০১৮ সাল পর্যন্ত জড়িত ছিলাম এই সমস্ত রিয়েলিটি শোয়ের নিয়ম ছিল। আমাকে বারবার অবগত করা হয়েছিল। যে গানগুলি আপনি রিয়েলিটি শোয়ে শুনতে পান সেগুলি ডাব করা থাকে। আপনি যখন একটি গান টিভির পর্দায় শোনেন তখন আপনার মনে হয় বাহ অসাধারণ গান গাইছে। কিন্তু যখন এদের দিয়ে আপনি কোন শো বা কোথাও গান গাওয়ার জন্য ডাকেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রত্যাশা বৃথা।”

আরও পড়ুন : গান গাইতে কত টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং? শুনলে চোখ কপালে উঠবে আপনার

Shaan Revealed The Fake Presentation About Reality Show

আরও পড়ুন : গায়ক শানকে তো চেনেন, শানের ছেলে কী করে জানেন?

রিয়েলিটি শোতে কীভাবে গান গাওয়ানো হয়?

শান জানিয়েছেন অনুষ্ঠানে প্রতিযোগিরা যে গান গায় সেটা শুধু একবার গাইতে হয়। কিন্তু এরপর সেই গানটি নিয়ে তাদের স্টুডিওতে যেতে হয় এবং সেখানে আবার গান গাইতে হয়। গানে যেটুকু ভুল থাকে সেটুকু সংশোধন করে দেওয়া হয়। আর সংশোধন করে দেওয়ার পর যে গানটি রেকর্ড করা হয় সেটাই টিভির পর্দায় শোনা যায়। বছরের পর বছর ধরে এমনটাই চলে আসছে রিয়েলিটির নামে। শানের কথায়, কেউ কেউ নিশ্চয়ই ভালো গান করেন। কিন্তু সবাই নয়। যারা ভালো গান গাইছেন না তাদের গান আবার রেকর্ড করে সংশোধন করে দেওয়ার ব্যাপারটা তার মোটেই ভালো লাগেনা। তাই ২০১৮ সালের পর থেকে শানকে আর এইসব অনুষ্ঠানে কখনও বিচারকের আসনে পাওয়া যায়নি।