বদলে যাবে একাধিক মেট্রো স্টেশনের নাম! প্রকাশ্যে নতুন নামের লিস্ট

দিনে দিনে কলকাতা শহর জুড়ে বাড়ছে মেট্রোর পরিধি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা কলকাতা শহর জুড়ে যাচ্ছে মেট্রো লাইনে। মেট্রো লাইনে নানা কাজ তো চলছেই, এবার কলকাতার মেট্রো স্টেশনগুলোর জন্য একটা বড় পরিবর্তন আনা হবে। বদলে ফেলা হবে একাধিক মেট্রো স্টেশনের নাম। ৪ টি আলাদা আলাদা রুটের বিভিন্ন স্টেশনের নাম বদলের প্রস্তাব গিয়েছে নবান্নের কাছে। কলকাতা মেট্রোর কোন কোন স্টেশনের নাম বদলাতে পারে? নতুন কী নাম রাখা হতে পারে? জেনে রাখুন।

কোন কোন মেট্রো স্টেশনের নাম বদলাতে পারে?

এই তালিকাতে একাধিক নাম রয়েছে। বর্তমানে জোকা-ধর্মতলা, নোয়াপাড়া-বিমানবন্দর, নিউ গড়িয়া-বিমানবন্দর, ইস্ট ওয়েস্ট মেট্রোর মত একাধিক রুটে মেট্রো লাইনে কাজ চলছে। এইসব রুটেরই বিভিন্ন স্টেশনের নাম বদলের দাবি উঠেছে। তালিকায় রয়েছে,

Kolkata Metro

জোকা-ধর্মতলা রুট : খিদিরপুর স্টেশন,

নোয়াপাড়া-বিমানবন্দর রুট : জয়হিন্দ স্টেশন,

নিউ গড়িয়া-বিমানবন্দর রুট : ভিআইপি রোড বা তেঘরিয়া স্টেশন,

ইস্ট ওয়েস্ট মেট্রো রুট : হাওড়া ময়দান, এসপ্ল্যানেড, শিয়ালদহ বা মহাকরণের মধ্যে যেকোনও একটি।

মেট্রো স্টেশনের সম্ভাব্য নতুন নাম

খিদিরপুর মেট্রো স্টেশন : সেন্ট থমাস স্কুল খিদিরপুর অথবা খিদিরপুর সেন্ট থমাস স্কুল,

ভিআইপি রোড বা তেঘরিয়া স্টেশন : হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন,

জয় হিন্দ ষ্টেশন : জয় হিন্দ বিমানবন্দর।

Kolkata Metro

নবান্নের কাছে পৌঁছেছে নাম বদলের আর্জি

সেন্ট থমাস স্কুল কর্তৃপক্ষ খিদিরপুর মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব রেখেছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, শ্রীধাম ঠাকুরনগর ও ঠাকুরবাড়ির তরফ থেকে ভিআইপি রোড বা তেঘরিয়া স্টেশনের নাম বদলের প্রস্তাব এসেছে। হাওড়া ময়দান, এসপ্ল্যানেড, শিয়ালদহ, মহাকরণের মধ্যে যে কোনও একটি স্টেশনের নাম বদলের আবেদন রেখেছে ডানলপের কিশোর কুমার ফ্যান ক্লাব। মেট্রোর চিফ অপারেশন ম্যানেজার জয়হিন্দ স্টেশনের নাম বদলানোর প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন : স্টেশনে থুতু ফেললে ৫০০ টাকা জরিমানা, ভারতীয় রেলের নতুন নির্দেশিকা

Kolkata Metro

আরও পড়ুন : ৩ বেলা খাবার পাবেন বিনামূল্যে! একমাত্র এই ট্রেন থেকেই পাবেন এই সুবিধা

কবে বদলাচ্ছে মেট্রো স্টেশনগুলোর নাম?

ইতিমধ্যেই নাম বদলের প্রস্তাব গিয়েছে নবান্নের কাছে। বিষয়টি এখন রাজ্য সরকারের বিবেচনার মধ্যে রয়েছে। তবে নাম বদল যদি হয়ও তাহলে এতে বেশ কিছুদিন সময় লাগবে। কারণ প্রাথমিকভাবে রাজ্য পরিবহন দপ্তর এতে সম্মতি দিলে সেই প্রস্তাব যাবে কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে। কেন্দ্রীয় রেল মন্ত্রক বিষয়টি নিয়ে বিবেচনা করার পর অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষই নেবে যে আদেও স্টেশনগুলোর নাম পরিবর্তন হবে কিনা।