কিছুতেই বাগে আনা যাচ্ছে না ডিরেক্টর গিল্ডের সঙ্গে ফেডারেশনের সমস্যা। কয়েক মাস অন্তর অন্তর কিছু না কিছু কারণ নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে স্টুডিও পাড়ার সব কাজ। এবার যেমন এক ধাক্কায় বন্ধের মুখে একাধিক সিরিয়াল। পরিচালক সৃজিত রায়ের সঙ্গে টেকনিশিয়ানদের সমস্যার কারণে রীতিমতো অশনি সংকেত দেখছে টেলিপাড়া। বন্ধ হয়ে গেল সৃজিতের আগামী ধারাবাহিকের শুটিং। এমনকি তার বর্তমান বেশ কিছু ধারাবাহিকের উপরেও এর প্রভাব পড়তে চলেছে।
বর্তমানে সৃজিত জি বাংলাতে কোন গোপনে মন ভেসেছে, ফুলকি, পরিণীতা ও নিম ফুলের মধু সিরিয়ালের পরিচালনা করছেন। দাসানি এক, ইন্দ্রপুরী স্টুডিও, ভারত লক্ষ্মী স্টুডিও এর মত সেটগুলোতে এইসব সিরিয়ালের শুটিং চলছে। কিন্তু সৃজিতের সঙ্গে কাজ করতে গিয়ে বেঁকে বসেছেন টেকনিশিয়ানরা। কিছুতেই তারা সৃজিতের জন্য আর নতুন করে সেট নির্মাণ করবেন না, এই তাদের দাবি। যে কারণে বন্ধ হয়ে গেল পরিচালকের আসন্ন সিরিয়ালের সেটের নির্মাণের কাজ। এতে নতুন সিরিয়াল শুরুর আগেই কাজ বন্ধ হল।
অন্যদিকে বর্তমানে জি বাংলাতে সৃজিতের যে কয়েকটি সিরিয়াল চলছে, তাতেও বাড়তি পর্বের শুটিং করা সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই এতে কাজ বন্ধের আশঙ্কায় ভুগছেন ধারাবাহিকের কলাকুশলীরা। শ্বেতা ভট্টাচার্য, অনিমেষ ভাদুড়ি, অদিতি চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকেই সৃজিতের ধারাবাহিকে কাজ করছেন এখন। শুটিং বন্ধের খবর পেয়ে প্রত্যেকেই ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছেন।
আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং! ৩ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল
আরও পড়ুন : ৮ মাসের অন্তঃসত্ত্বা, মা হতে চলেছেন তেঁতুল পাতার এই অভিনেত্রী! দিলেন সুখবর
বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ও এই ঘটনায় বিস্মিত হয়েছেন। তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত সৃজিত রায়ের যে চারটি ধারাবাহিক চলছে সেই চার ধারাবাহিকের সঙ্গে যুক্ত টেকনিশিয়ানরা সেটে শুটিংয়ের সময় কোনও রকম অসহযোগিতা করেননি। কিন্তু যেভাবে ঘন ঘন এই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে, যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে শুটিং, তাতে আগামী দিনে বিনোদন দুনিয়াতে পা রাখতে অনেকেই ভয় পাবেন বলে মনে করছেন অনুরাধা। শুটিং বন্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী।