ফের বন্ধের মুখে একগুচ্ছ বাংলা সিরিয়াল। স্টার জলসা এবং জি বাংলাতে শীঘ্রই একাধিক সিরিয়াল আসতে চলেছে। তাই বিগত বেশ কিছুদিন ধরেই দর্শকরা অনুমান করছিলেন বেশ কিছু সিরিয়াল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। অবশেষে প্রকাশ্যে চলে এল সেই তালিকা। এই মুহূর্তে একাধিক সিরিয়াল বন্ধের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু সিরিয়ালের শেষ শুটিংও হয়ে গিয়েছে। এক নজরে জেনে নিন কোন কোন সিরিয়াল এখন বন্ধ হওয়ার মুখে।
বন্ধের মুখে একাধিক সিরিয়াল
এই তালিকাতে সবার প্রথমে রয়েছে সান বাংলার বসু পরিবার। এক বছর হওয়ার আগেই বসু পরিবারের শেষের দিন ঘনিয়ে এলো। ইতিমধ্যেই এই সিরিয়ালের অন্তিম শুটিং হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে এই সিরিয়ালের নায়িকা ছিলেন শ্রীমা ভট্টাচার্য। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শ্রীমা সিরিয়াল ছেড়ে দিলে সেই জায়গায় আসেন সম্পূর্ণা মন্ডল। আর কিছুদিনের মধ্যেই এই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে। তবে শুধুমাত্র বসু পরিবার নয়, এই তালিকাতে জি বাংলার একটি সিরিয়ালের নামও উঠে এসেছে।
জি বাংলার কোন কোন সিরিয়াল বন্ধের মুখে?
জি বাংলাতে বন্ধ হতে বসেছে মালাবদল। এই সিরিয়ালটিরও মেয়াদ এক বছর পার হলো না। ২০২৪ সালের জুলাই মাসে শুরু হয়েছিল মালা বদলের সম্প্রচার। কিন্তু এতগুলো দিন পেরিয়ে গেলেও এই সিরিয়ালটি টিআরপি তালিকাতে জায়গা করে নিতে পারল না। তাই জি বাংলা মালাবদলকে আর সময় দিতে নারাজ। মালাবদলের সঙ্গে সঙ্গে আনন্দী সিরিয়ালেরও নাকি অন্তিম সময় ঘনিয়ে এসেছে।
আরও পড়ুন : বহু বছর পর ফিরছেন স্টার জলসার এই জনপ্রিয় নায়িকা, দিলেন দারুণ এক সুখবর
আরও পড়ুন : আসছে প্রথম কদম ফুল! রইল নতুন বাংলা সিরিয়ালের প্রোমো
টিআরপিতে গীতা এলএলবির কাছে দাঁড়াতে না পেরে আনন্দীও এখন বন্ধ হওয়ার মুখে। একই রকম ভাবে স্টার জলসারও বেশ কিছু সিরিয়াল বন্ধ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। একদিকে টিআরপির অভাব অন্যদিকে নতুন সিরিয়ালের জায়গার অভাব, এসবের কারণেই মূলত বন্ধ হচ্ছে একাধিক সিরিয়াল। তবে দর্শকদের জন্য সুখবর এটাই যে এসব শূন্যস্থান পূরণ করতে আসছে নতুন নতুন সিরিয়াল।