স্বচ্ছ ভারত অভিযান যতই চলুক না , ভারতবর্ষে এখনও একটা বড় অংশের মানুষ স্বচ্ছতা নিয়ে মোটেও চিন্তিত নন। রাস্তাঘাটে, বাসে-ট্রেনে যেখানে সেখানে নোংরা ফেলাই তাদের অভ্যাস। যেখানে সেখানে থুতু ফেলাও অনেকের বদ অভ্যাস। তবে কিছু মানুষের এরকম বদ অভ্যাসের জন্যই বাড়তি কয়েক লক্ষ টাকা আয় হয় ভারতীয় রেলের। ঠিক যেমন এই দফায় শিয়ালদহ ডিভিশন প্রায় ৮ লক্ষ টাকা আদায় করেছে। স্রেফ থুতু ফেলার জরিমানা হিসেবে।
শিয়ালদহ ডিভিশনের নতুন অভিযান
যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং বদ অভ্যাস আটকাতে মাঝে মধ্যেই রেলের তরফ থেকে বিশেষ বিশেষ অভিযান চালানো হয়। কখনও বিঘা টিকিটের যাত্রীদের ধরতে তো কখনও ময়লা ফেলে স্টেশন কিংবা রেলের কামরা নোংরা করছেন যারা তাদের ধরার জন্য। ২০২৫ সালের এপ্রিল মাসে শিয়ালদহ ডিভিশনে পূর্ব রেল একটি বিশেষ অভিযান চালিয়েছিল। তাতে কেবল এক মাসে ৬,১৯৩ টি থুতু ফেলার কেস জমা পড়েছে।
কত টাকা আয় হল?
যাত্রীরা যারা যত্রতত্র থুতু ফেলেন, তাদের জরিমানা করে শিয়ালদহ ডিভিশনের হাতে ৭ লক্ষ ৬১ হাজার ৭০ টাকা জমা পড়েছে। শিয়ালদহ ডিভিশনের প্রত্যেকটি স্টেশনে এই অভিযান চালানো হয়েছিল। ভারতীয় রেলওয়ে বিধি ২০১২ অনুসারে স্টেশন চত্বরে কিংবা ট্রেনে থুতু ফেলা দণ্ডনীয় অপরাধ। শুধু জরিমানা নয়, এর ফলে আরও বড় শাস্তি হতে পারে।
স্টেশন চত্বরে থুতু ফেললে কী কী শাস্তি হয়?
রেলওয়ে প্রাঙ্গণে থুতু ফেলা নিষিদ্ধ। তবুও যদি কেউ তা অমান্য করে স্টেশন নোংরা করেন তাহলে রেলওয়ে আইনের নিয়ম ৪ লঙ্ঘন করার অপরাধে তার ৫০০ টাকা জরিমানা হয়। ভারতীয় রেল স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখার শপথ নিয়েছে। আর সেই কারণেই তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে যাতে জনসচেতনতা বাড়ে এবং মানুষের আচরণের দ্রুত পরিবর্তন হয়।
আরও পড়ুন : হাওড়া থেকে সল্টলেক নতুন মেট্রো ভাড়া কত? প্রকাশ্যে টিকিট মূল্যে
আরও পড়ুন : এসপ্ল্যানেড থেকে শিয়ালদা, নতুন মেট্রোতে কতগুলো স্টেশন থাকবে?
ভারতীয় রেলের নতুন নির্দেশিকা
জনসাধারণের উদ্দেশ্যে ভারতীয় রেলের তরফ থেকে একটি বিশেষ অনুরোধ, ‘‘রেলওয়ে প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। আসুন আমরা আমাদের রেলওয়ে স্টেশন এবং চলাচলকারী এলাকা পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখার জন্য একসাথে কাজ করি। যাত্রী এবং রেল ব্যবহারকারীদের স্টেশন এবং কনকোর্স এলাকায় থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে। আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতার জন্য পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করুন।’’