সায়ন্তিকা অতীত, ৮ বছরের প্রেমিকাকে ছেড়ে মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করলেন জয় মুখার্জী

সায়ন্তিকা ব্যানার্জী অতীত। ৮ বছরের প্রেমিকাকে ছেড়ে মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করে নিলেন অভিনেতা জয় মুখার্জী। জয়ের বিয়ের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। একইসঙ্গে বারবার নেট নাগরিকদের মুখে ফিরে আসছে সায়ন্তিকা ব্যানার্জীর সঙ্গে তার পুরনো প্রেমের চর্চা। একসময় সায়ন্তিকা ছিলেন তার বেস্ট ফ্রেন্ড। এখান থেকে প্রেম গড়িয়েছিল বহুদূর। কেন সায়ন্তিকাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলেন জয়?

গত ২৪ শে জানুয়ারি জয় বিয়ে করেছেন অলিভিয়া ভট্টাচার্যকে। পেশায় তিনি একজন আইনজীবী। বর্তমানে তিনি মেদিনীপুর জেলা আদালতে প্র্যাকটিস করছেন। অলিভিয়াকে ছেলের জন্য পছন্দ করেছেন জয়ের মা। এক বছর আগেই নাকি তাদের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু সেই খবর কাউকে জানতে দেননি তারা। বিয়ে এবং রিসেপশনের পর দুই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সবাইকে সুখবরটা শোনালেন জয়।

Joy Mukherjee

জয় এবং সায়ন্তিকার সম্পর্কটা ভেঙেছিল ২০১৮ সালে। খুবই বাজেভাবে ভেঙেছিল এই সম্পর্কটা। শেষ পর্যন্ত জয় এবং সায়ন্তিকাকে আদালত পর্যন্ত ছুটতে হয়েছিল। যখন তারা একসঙ্গে ছিলেন তখন সোশ্যাল মিডিয়াতে তাদের একসঙ্গে দেখা যেত বারবার। শোনা গিয়েছিল একসঙ্গে থাকার জন্য তারা ফ্ল্যাটও কিনে নিয়েছেন। কিন্তু ২০১৮ সালে হঠাৎ করেই তাদের ব্রেকআপের খবর শোনা যায়। এই নিয়ে প্রশ্ন উঠলে সায়ন্তিকা বলেছিলেন, “যখন সম্পর্কটায় ছিলাম, ওপেনলি বলেছি। কিন্তু প্রবলেমগুলো প্রকাশ্যে বলতে যাইনি। হ্যাঁ প্রবলেম হয়েছিল তাই আজ একসঙ্গে নেই। এটা এবার একসেপ্ট করতে হবে। আমরা সকলেই ম্যাচিউর। আজ একসঙ্গে নেই কিন্তু কখনোই তার ক্ষতি চাইবো না।”

আরও পড়ুন : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন আরজে অয়ন্তিকা! তার প্রথম স্বামী কে ছিলেন?

Joy Mukherjee Wife

আরও পড়ুন : তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন শুভশ্রীর দিদি দেবশ্রী? দেবশ্রীর সিঁথির সিঁদুর দেখে জল্পনা তুঙ্গে

এছাড়াও সায়ন্তিকা বলেছিলেন, ‘‘আমরা তো এক সময় বেস্ট ফ্রেন্ড ছিলাম! প্রথম দিন থেকেই। এমনকী বিচ্ছেদের আগের দিন পর্যন্ত। মোর দ্যান প্রেমিক-প্রেমিকা আমরা বেশি বন্ধু ছিলাম। সেইখান থেকেও আমি খুব আহত। আসলে কী জানেন যে খুব প্রিয়, তার থেকেই খুব দুঃখ পেতে হয়।’’এখন আর দুজনের মধ্যে সম্পর্ক নেই কোনও। জয়ের ব্যক্তিগত জীবনে অনেক বিতর্ক ছিল। ‘জীয়নকাঠি’ সিরিয়ালের সেটে ঐন্দ্রিলা সেনকে মারধর করে সিরিয়াল থেকে বাদ পড়েন তিনি। সম্প্রতি জয় শ্রীদুর্গা সিনেমার শুটিং করেছেন।