আর জি কর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদী সভায় হাতে গিটার তুলে নিয়েছিলেন সায়ন্তিকা ব্যানার্জী (Sayantika Banerjee)। তৃণমূলের বিধায়িকার সেই গিটার বাজানো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল। সমবেত সংগীতে গিটার বাজিয়ে কটাক্ষের মুখে পড়েন সায়ন্তিকা। তবে এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। বরং উড়িয়ে দিয়ে মুখ খুললেন আনন্দবাজারের কাছে।
সোশ্যাল মিডিয়াতে যেভাবে গিটার বাজানো নিয়ে ট্রোলের মুখে পড়েছেন তৃণমূলের এই তারকা বিধায়িকার তাতে কী প্রতিক্রিয়া এল? আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেত্রী জানিয়েছেন এই ট্রোলিং তার মনে কোনও ছাপ ফেলেনি। উপরন্ত তিনি খুশি হয়েছেন তাকে নিয়ে যে এত চর্চা চলছে সেই কথা ভেবে।
আনন্দবাজারের কাছে বিধায়িকার বক্তব্য, “যারা ট্রোল করছেন, তারা নিশ্চয়ই আমাকে নিয়ে ভাবছেন! আমি এতেই খুশি।” তিনি আরও বলেন, “আমি তো গিটার বাজাতে পারি। কি হয়েছে তাতে! ট্রোলারদের আরও বুদ্ধিমান হওয়া উচিত।” তাকে নিয়ে যে মিম ভিডিও বানানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর বক্তব্য, সুবুদ্ধি থাকলে আসল এবং নকলের মধ্যে পার্থক্য বোঝা খুব একটা কঠিন হবে না।
আসলে সায়ন্তিকার গিটার বাজানোর ভিডিও নেপথ্যে অন্য কোনও গান জুড়ে দেওয়া হয়েছে। আগুনের পরশমনির জায়গায় কোথাও ‘রিমিক্স কাওয়ালী’, কোথাও ‘ও ও জানে জানা’র মত গান জুড়ে দেওয়া হয়েছে। সায়ন্তিকার বক্তব্য ট্রোলারদের আরেকটু বুদ্ধিমান হতে হত। তিনি বলেছেন, “আমি তো একজন শিল্পী, তাই অন্য কোনও উপায়ে প্রতিবাদ না করে আমার শিল্পের মাধ্যমে প্রতিবাদ করেছি।”
আরও পড়ুন : ডাক্তারদের নিয়ে কুরুচিকর মন্তব্য! টলিউডে ‘বয়কট কাঞ্চনে’র ঝড়
আরও পড়ুন : কেন সামনে আসছেন না আরজি কর নির্যাতিতার প্রেমিক? কেন আড়ালে থাকছেন তিনি?
তিনি প্রশ্ন তুলেছেন গিটার বাজিয়ে কি এর আগে কেউ কখনো প্রতিবাদ করেননি? ইতিহাসে এরকম অনেক উদাহরণ আছে। নতুন করে ব্যাখ্যা দিতে চান না তিনি। তবে ট্রোলারদের উদ্দেশ্যে তার মন্তব্য, “অন্তত একটা প্রতিবাদী গানও ভিডিওতে দিতে পারতেন। ছোট ছোট ভুল করে ফেলেছেন ট্রোলাররা।”
View this post on Instagram