২১ বছর পর বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারতের মুখ, মিসেস ওয়ার্ল্ড ২০২২ মুকুট পেল ভারত

টানা ২১ বছরের অপেক্ষার হল অবসান। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ভারত পেল সেরা সম্মান। কাশ্মীরি এক সুন্দরীর মাধ্যমে ভারত ২১ বছর পর পেল বিশ্ব সুন্দরীর মুকুট। লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় রবিবার সেরার মুকুট পেলেন কাশ্মীরি কন্যা সরগম কৌশল। সরগমকে নিয়ে গর্বিত গোটা দেশ।

বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতীয় এই সুন্দরী সমস্ত দেশের সুন্দরীদের পেছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছেন। ৬২ তম প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি এই সম্মান হাতে পেয়েছেন। মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে ইনস্টাগ্রামে এই সুখবর শেয়ার করা হয়। তারা লেখেন, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম’।

সরগম কৌশল জম্বু-কাশ্মীরের বাসিন্দা। তিনি মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দারুণ উচ্ছ্বসিত। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, “২১ বছর পর কোনও ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালবাসা সকলকে।” মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের তার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

ফাইনালের দিন শেষ পর্বে গোলাপি রঙয়ের থাই স্লিটেড গাউন পরে হাজির হয়েছিলেন ভারতীয় সুন্দরী। তার এই সুন্দর পোশাকটির ডিজাইন করেছেন ভাবনা রাও। বিবাহিতা মহিলাদের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতার এই আয়োজন শুরু হয়েছিল ১৯৮৪ সাল থেকে। প্রথমে এর নাম রাখা হয়েছিল ‘মিসেস উওমেন অফ দা ওয়ার্ল্ড’। পরে প্রতিযোগিতার নাম বদলে রাখা হয় মিসেস ওয়ার্ল্ড।

২০০১ সালে ডক্টর অদিতি গোভিত্রিকার হাত ধরে প্রথমবার ভারত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার খেতাব জয় করেছিল। দীর্ঘ চার দশকের মধ্যে অদিতির সেই রেকর্ড ভাঙতে পারেননি আর কোনও ভারতীয় সুন্দরী। ২১ বছর বাদে মিস ওয়ার্ল্ডের এই প্রতিযোগিতা জিতে নিলেন সরগম। এই বছর কিন্তু বিচারকের আসনে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় মিসের ওয়ার্ল্ড অদিতিও।

বর্তমান মিসেস ওয়ার্ল্ড সরগম ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন। আগে তিনি ভাইজ্যাকে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী ভারতীয় নৌসেনায় কর্মরত রয়েছেন। সরগমের মাথায় মিসেস ওয়ার্ল্ডের মুকুট ওঠার পর অদিতি তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “অনেক অনেক শুভেচ্ছা সরগমকে। এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি।”

 

View this post on Instagram

 

A post shared by Mrs. India Inc (@mrsindiainc)